দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- ভোটের আগে আশুতোষ কলেজের এক ছাত্রের বাড়ি থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। ওই ছাত্রের বাড়ি গড়িয়ায় | তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে, ১টি ওয়ান শটার, ২টি ৭এমএম পিস্তল, ৩০ রাউন্ড কার্তুজ, ৫ কেজি বারুদ। এছাড়া ২৫টি সুতলির বান্ডিল উদ্ধার করেছে পুলিশ। ওই সুতলি, বোমা বাঁধার কাজে ব্যবহার করা হতো বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রে খবর, হিরণ্ময় নস্কর ওরফে রানা আশুতোষ কলেজের রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় বর্ষের ছাত্র। তাকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া এই ঘটনায় বিজয় হালদার ওরফে ভূতমকেও গ্রেপ্তার করে পুলিশ।বারুইপুর পুলিশ জেলার ডিএসপি (ক্রাইম) ফয়সল বিন আহমেদ জানান, শুধু অস্ত্র উদ্ধারের ঘটনাই নয়। ধৃত বিজয়ের বিরুদ্ধে আরও একাধিক অসামাজিক কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। এর আগেও তাকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা। ২০১৯ সালে তার বিরুদ্ধে খুনের মামলাও রয়েছে। ওই মামলায় ইতিমধ্যে চার্জশিট পেশ করেছে পুলিশ। কোথা থেকে এই বিপুল পরিমাণ অস্ত্র হিরণ্ময়ের বাড়িতে এল, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অস্ত্র চোরাচালান কারবারের সঙ্গে যুক্ত থাকতে পারে আশুতোষ কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়া। হিরণ্ময় ও বিজয়কে জেরা করে এই সংক্রান্ত তথ্য পাওয়া যেতে পারে বলেই মনে করা হচ্ছে |ডিএসপি (ক্রাইম) বারুইপুর পুলিশ জেলা, ফয়জল বিন আহমেদ সোমবার সাংবাদিকদের বলেন, ‘ভোট চলছে। তাই বারুইপুর জেলা পুলিশ সবসময় সতর্ক। তল্লাশি-অভিযানও চলেছে। এরই মধ্যে রবিবার সন্ধ্যায় নরেন্দ্রপুর থানায় খবর আসে অস্ত্র মজুতের। এরপরই অভিযান চালিয়ে একজনকে ধরা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই আশুতোষের ওই ছাত্রের নাম উঠে আসে। তাঁর বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদের পরই তল্লাশিতে অস্ত্রগুলি উদ্ধার হয়।’ এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ডিএসপি জানিয়েছেন ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। কী কারণে এই অস্ত্র ছাত্রের বাড়িতে রাখা তা খতিয়ে দেখা হচ্ছে।
Hindustan TV Bangla Bengali News Portal