Breaking News

সমাজমাধ্যম থেকে ভুয়ো খবর ৩ ঘণ্টার মধ্যে তুলে নিতে হবে, কড়া নির্দেশ কমিশনের!

ইন্দ্রজিত মল্লিক: ভুয়ো খবর সমাজমাধ্যম থেকে ৩ ঘণ্টার মধ্যে তুলে নিতে হবে। এমনটাই নির্দেশ দিয়েছে ভারতীয় নির্বাচন কমিশন। পাশাপাশি সমাজমাধ্যমে ভুয়ো খবর ছড়িয়ে নির্বাচনী প্রচার থেকে বিরত থাকতে বলেছে কমিশন। ৩ ঘণ্টার মধ্যে ভুয়ো খবর যদি তুলে না নেওয়া হয় তাহলে তথ্যপ্রযুক্তি আইনে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানলো কমিশন।

নির্বাচনের সময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নিয়ে ‘ডিপ ফেক’ ব্যবহার করে ভুয়ো খবর ছড়ানো থেমে নেই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের হুবহু গলায় প্রচার করছে সিপিআইএম। আবার সন্দেশখালির গঙ্গাধর কয়ালের ভিডিও নিয়ে খোদ গঙ্গাধরই সিবিআইএর দ্বারস্ত হয়েছেন। অভিযোগ করেছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ‘ভয়েস মড্যুলেশন’ করে তাঁর কণ্ঠস্বর নকল করেছে তৃণমূল এবং আইপ্যাক। তাই এবার আসরে নামলো জাতীয় নির্বাচন কমিশন। নির্দেশিকায় কমিশন জানিয়েছে, যেসব ভিডিও বা পোস্ট ভুয়ো এবং যা মহিলাদের জন্য অপমানজনক, নাবালকদের নির্বাচনী প্রচারে ব্যবহার করা হচ্ছে তা ব্যবহার করা যাবে না। যদি এই সংক্রান্ত নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ আসে তাহলে তত্ত্বপ্রযুক্তি আইনের ধরা ৩এ অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *