Breaking News

‘ভুল শুধরে নিয়েছি!’আরামবাগ লোকসভা কেন্দ্রে মিতালি বাগকে টিকিট কেন? ব্যাখ্যা দিলেন মমতা

দেবরীনা মণ্ডল সাহা :-আগামী ২০ মে আরামবাগে পঞ্চম দফায় ভোট। বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দারকে এ বার টিকিট দেয়নি তৃণমূল।বদলে আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন মিতালি বাগ। চব্বিশের লোকসভা ভোটে আরামবাগে তৃণমূলের প্রার্থী নির্বাচন থেকেই দলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বের খবর সামনে আসে। এই পরিস্থিতিতে বুধবার দলের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।হুগলি জেলার আরামবাগ লোকসভা কেন্দ্রে এবার প্রার্থী বদল করেছে তৃণমূল কংগ্রেস। গতবারের জয়ী প্রার্থীর অপরূপা পোদ্দারের পরিবর্তে এবার প্রার্থী করা হয়েছে মিতালি বাগকে। কেন তাঁকে প্রার্থী হিসেবে বেছে নিলেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়? নির্বাচনী প্রচারে গিয়ে সেই কথা জানালেন তিনি।বুধবার আরামগবাগের প্রার্থীর হয়ে প্রচারে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই মমতা বলেন, ‘মিতালি বাগদি সম্প্রদায়ের মেয়ে। উচ্চশিক্ষা করেছে। অনেকে বলেন, বাগদি বাউড়িরা টিকিট পান না। আমরা ওঁকে টিকিট দিয়ে তা প্রমাণ করে দিয়েছি।’ বিভিন্ন মহল থেকে প্রার্থী তুলে এনে মানুষের সমানে দাঁড় করানোর কাজ এর আগেও করেছেন মমতা। এবার বাগদি-বাউড়ি সম্প্রদায়ের মানুষকেও প্রার্থীকে ওরে এই আসন থেকে তাঁকে জেতানোর ডাক দিলেন তিনি।কোনও ভুল করা হয়ে থাকলে সেই বিষয়ে মানুষের কাছে ক্ষমাও চেয়ে নেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘এর আগে কেউ ভুল করে থাকলে, আমরা ভুল শুধরে নিয়েছি। এই কেন্দ্রে আমরা এ বার নতুন প্রার্থীকে টিকিট দিয়েছি। মিতালি প্রান্তিক ঘরের মেয়ে। ওঁকে জেতান।’ তবে নিজেদের প্রার্থীর সম্বন্ধে পরিচয় করানোর পাশাপাশি বিজেপি প্রার্থীকে নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি তিনি।আরামবাগের মঞ্চ থেকে সিপিএমকে আক্রমণ করেন মমতা। বলেন, ‘‘সিপিএমের হার্মাদেরাই এখন বিজেপির হার্মাদ হয়েছে। আমার থেকে ভাল ওদের আর কেউ চেনে না। গড়বেতা থেকে আরামবাগ পর্যন্ত সিপিএম মাটির নীচে সুড়ঙ্গ খুঁড়ে রেখেছিল। মানুষ খুন করে সেখানে ফেলে দিত। আর তাঁকে খুঁজে পাওয়া যেত না।’’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *