দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- দুপুর গড়াতেই কালো করে এল আকাশ। সঙ্গে দমকা ঝোড় হাওয়া। পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর হতেই বৃষ্টি নামল শহরজুড়ে। বৃষ্টির পাশাপাশি বিজয়গড়–নিউ আলিপুর-সহ কলকাতার বেশ কিছু অংশ সাক্ষী থাকল শিলাবৃষ্টির। এছাড়া বাঁকুড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা—চার জেলায় বৃষ্টিপাত হয়েছে। আগামী কয়েক ঘণ্টায় বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে কিছুটা ভ্যাপসা গরম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘে ঢাকতে থাকে আকাশ। দুপুর ১ টা নাগাদ আকাশ কালো মেঘে ঢেকে যায়, সঙ্গে শোনা যায় বেঘের গর্জন। বজ্রপাতের শব্দও শোনা যায় কলকাতা ও আশপাশের জেলাগুলিতে। তবে শিলাবৃষ্টি একেবারে চমকে দিয়েছে কলকাতাবাসীকে। বিভিন্ন জেলায় শিলাবৃষ্টি খবর শোনা গেলেও কলকাতায় দীর্ঘদিন পর শিল পড়তে দেখা যায় এদিন। দক্ষিণ কলকাতার একাধিক জায়গা যেমন- যাদবপুর, কুঁদঘাট,নিউ আলিপুর, বিজয়গড় এবং গল্ফগ্রীণে শিলাবৃষ্টি হতে দেখা গিয়েছে। স্থানীয় বাসিন্দারা সেই শিলা কুড়িয়ে রেখে আনন্দ নিচ্ছেন। বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কতা আলিপুর আবহাওয়া দফতরের। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আগামী কাল আবার দক্ষিণের সব জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তার জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। শনিবার ১১ মে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এবং পশ্চিম মেদিনীপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।