দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বামেদের মনোনয়নকে কেন্দ্র করে ধুন্ধুমার আলিপুরে। একই পথে বাম এবং তৃণমূলের মিছিল। আর সেই সময় বাম মিছিল থেকে চোর স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। পালটা ৩৪ বছরের পরিস্থিতি তুলে ধরে স্লোগান দেওয়া হয়। এরপরেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে।বামেদের মিছিল থেকে তৃণমূল সমর্থকদের উদ্দেশ্য করে ‘চোর’ স্লোগান দেওয়া হল। পাল্টা স্লোগান দেয় তৃণমূলও। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় এই কারণে। বৃহস্পতিবার মনোনয়ন দিতে যাচ্ছিলেন যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য, ডায়মন্ড হারবারের সিপিএম প্রার্থী প্রতীক উর রহমান, দক্ষিণ কলকাতার সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম, মথুরাপুরের সিপিএম প্রার্থী শরৎচন্দ্র হালদার ও জয়নগরের আরএসপি প্রার্থী সমরেন্দ্রনাথ মণ্ডল । সঙ্গে ছিলেন প্রচুর বাম কর্মী, সমর্থক। তাঁরা হাজরা মোড়ের দিকে এগিয়ে যেতেই দেখে সেখানে আগে থেকে উপস্থিত তৃণমূলের কর্মীরা। কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী মালা রায় ও যাদবপুরের সায়নী ঘোষের মনোনয়নের জন্য জমা হচ্ছিলেন তাঁরা।অভিযোগ, তৃণমূল প্রার্থী ও সমর্থকদের দেখে সিপিএমের মিছিল থেকে আগে ‘চোর’ স্লোগান ওঠে। শুনে উত্তেজিত হয়ে পালটা স্লোগান দিতে থাকেন তৃণমূলের কর্মীরা। মুহূর্তের মধ্যে বদলে যায় পরিস্থিতি। হাতাহাতি শুরু হয় দুদলের সর্মথকদের মধ্যে। কোনও রকমে পরিস্থিতি সামাল দেন উপস্থিত পুলিশ কর্তারা। বাম প্রার্থীরা ট্রেজারি বিল্ডিংয়ের ভিতরে ঢুকে গেলে কিছুটা স্বাভাবিক হয় পরিস্থিতি। তবে মহম্মদ সেলিমের নেতৃত্বে বাম কর্মী, সর্মথকরা বিক্ষোভ দেখাতে থাকেন।এপ্রসঙ্গে তৃণমূল বিধায়ক দেবাশিষ কুমার কটাক্ষ করে বলেন, হার নিশ্চিত বুঝে নিজেদের অস্তিত্ব জানান দিতেই গণ্ডগোল পাকানোর চেষ্টা করেছিল সিপিএম। কিন্তু, প্রশাসন সেই চেষ্টা ব্যর্থ করেছে। অন্যদিকে বাম ও সিপিএম নেতাদের অভিযোগ, তাদের পক্ষে পরিস্থিতি খারাপ দেখে গণ্ডগোল পাকানোর চেষ্টা করেছিল তৃণমূলের কর্মী ও সমর্থকরা। কিন্তু, তাতে তারা সফল হয়নি। আশা করি মানুষ এই ধরনের যোগ্য জবার দেবেন ওদের। সবকিছুর বিচার করবেন।
Hindustan TV Bangla Bengali News Portal