প্রসেনজিৎ ধর :-বহরমপুরে আজ তারকা সমাবেশ৷ দাদার হয়ে ভোটপ্রচারে এলেন ভাই৷ বহরমপুরে কংগ্রেস নেতা অধীর চৌধুরীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে৷ বৃহস্পতিবার দাদা ইউসুফের হয়ে প্রচার করলেন ইরফান পাঠান।দাদাকে নিয়ে রোড শোও করলেন।দুই পাঠান ভাইকে দেখতে বেলডাঙায় উপচে পড়া ভিড়।৬ কিমি রোড শো শেষে ইরফান বললেন, “মানছি পাঁচবারের সাংসদের বিরুদ্ধে লড়াইটা কঠিন। তবে আমার দাদা অত্যন্ত পরিশ্রমী এবং সৎ। ও কঠিন পরিস্থিতিতেও লড়তে জানে। চোট নিয়েও বিশ্বকাপে খেলেছে। দলকে জিতিয়েছে।”খানিক থেমে ইরফানও এও বলেন, “আমাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই। দাদা এবং আমি দুজনেই দেশের হয়ে ক্রিকেট খেলেছি। খেলার মাঠে মানুুষের উন্মাদনা থেকে আমরা অনুপ্রাণিত হই। এখানেও রোড শো তে মানুষের যা উৎসাহ দেখলাম, তাতে আমি নিশ্চিত দাদা জয়ী হবেই।”বৃহস্পতিবার ইরফান এক দিনের জন্য বহরমপুর লোকসভা কেন্দ্রে প্রচারে এসেছেন ‘দাদা ইউসুফের জন্য। রেজিনগর, বেলডাঙা-সহ বহরমপুর লোকসভার বিভিন্ন এলাকায় রোড-শো করেন তিনি। আগামী ১৩ মে ভোটগ্রহণ বহরমপুরে। ১১ তারিখ শেষ পর্বের প্রচার। শেষ প্রচারের ৪৮ ঘণ্টা আগে দুই পাঠানকে দিয়ে রোড-শো করিয়ে প্রচারে ঝড় তুলল তৃণমূল এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের|