Breaking News

আটকে রাখা গেল না কেজরিওয়ালকে, অন্তর্বর্তী জামিন দিল সুপ্রিম কোর্ট!১ জুন পর্যন্ত জেলের বাইরে,‘খুশি’ মমতা

দেবরীনা মণ্ডল সাহা :-আবগারি মামলায় জেলবন্দি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নির্বাচনের কথা মাথায় রেখে জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। উল্লেখযোগ্য বিষয় হল, সুপ্রিম নির্দেশে লোকসভা নির্বাচনে প্রচারও করতে পারবেন কেজরিওয়াল। যদিও শুরু থেকেই এই জামিনের তীব্র বিরোধিতা করছিল ইডি। ১ জুন পর্যন্ত অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীর।সুপ্রিম কোর্ট জানিয়েছে, ২ জুন তাঁকে কারা কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে হবে। বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ জানিয়েছিল, এই ভোট আবহে বিচার করা যেতে পারে কেজরিওয়ালের অন্তবর্তীকালীন জামিনের বিষয়টি। গত মঙ্গলবারের শুনানিতে সেই প্রসঙ্গের উত্থাপনও হয়। সেদিনই সুপ্রিম কোর্ট জানায়, কেজরিওয়াল একজন মুখ্যমন্ত্রী। তবে একই সঙ্গে জানানো হয়, যদি কেজরিওয়াল জামিন পানও, তাহলে তিনি সরকারি কোন ফাইলে সই করতে পারবেন না। অবশেষে অন্তর্বর্তী জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী।উল্লেখ্য, অরবিন্দ কেজরিওয়াল এর আগে শীর্ষ আদালতকে জানান, তাঁর ‘বেআইনি গ্রেফতার’ ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন’ এবং ‘ফেডারেলিজমের’ উপর ভিত্তি করে তৈরি গণতন্ত্রের নীতির উপর একটি নজিরবিহীন আক্রমণ। দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল আরও জানিয়েছিলেন, লোকসভা নির্বাচনের ঠিক আগে তাঁর গ্রেফতারের পদ্ধতি এবং সময় এজেন্সির ‘স্বেচ্ছাচারিতা’রই নিদর্শন। অরবিন্দ কেজরিওয়ালের কথায়, নির্বাচন সংক্রান্ত আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার সময় তাঁকে গ্রেফতার করা হয়।”কেজরীর অন্তর্বর্তী জামিনের খবর পেয়ে এক্স (সাবেক টুইটার)-এ নিজের খুশি হওয়ার কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘‘অরবিন্দ কেজরীওয়ার অন্তর্বর্তী জামিন পেয়েছে দেখে আমি খুব খুশি। চলতি নির্বাচনের পরিপ্রেক্ষিতে এটা খুব সহায়ক হতে চলেছে।’’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *