দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- অক্ষয় তৃতীয়ার শুভ দিনে কালীঘাট থেকে মিছিল করে আলিপুর জেলাশাসকের দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন তিনি। মনোনয়ন পেশের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, “বাংলা বিরোধীদের বিসর্জন সময়ের অপেক্ষা।”এদিন সঙ্গে ছিলেন দলের নেতা, কর্মী থেকে সমর্থকরা। সব মিলিয়ে কার্যত জনতার ঢল দেখা যায় এদিনের মিছিলে। জেলাশাসকদের দফতরে মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, “এতদিন যেভাবে মানুষের জন্য কাজ করেছি, আবার যেন মানুষ সেভাবেই কাজ করার সুযোগ দেন। মনোনয়ন দিয়ে মানুষের পাশে থাকার প্রতিজ্ঞা করলাম। শুধু ডায়মন্ড হারবার নয়। রাজ্যের সমস্ত মানুষের জন্য কাজ করব।”এদিনও বিজেপিকে একহাত নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি বাংলাকে অপমান করছে বলে তোপ দাগলেন তিনি। সন্দেশখালি থেকে শুরু করে বকেয়া, সমস্ত ইস্যুতেই বিজেপিকে নিশানা করলেন তিনি। বিজেপিকে কটাক্ষ করে অভিষেক জানান, আমি বিজেপিকে শ্বেতপত্র প্রকাশের জন্য বলেছিলাম। এখানে শ্বেতপত্র প্রকাশ তো হয়নি, উলটে সন্দেশখালি সাদা কাগজের উপর মিথ্যা অভিযোগ লিখে জোর করে সেই অভিযযোগ দায়ের করতে মহিলাদের বাধ্য করেছে বিজেপি। তিনি বলেন, ;এখানে মহিলা কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, এসটি কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অভিষেক বলেন, ‘সন্দেশখালির জল অনেক দূর গড়াবে, আমি দলনেত্রীকে অনুরোধ করেছি.এই পুরো ভিডিয়ো বক্তব্য ডিটিপি করে রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টে জমা দিতে।’প্রসঙ্গত, ডায়মন্ড হারবার আসনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস (ববি), বামেদের প্রার্থী প্রতীক উর রহমান ও আইএসএফের প্রার্থী মজনু লস্কর। ভোটের লড়াইয়ে তিনজনকে কতটা পিছনে ফেলেন অভিষেক, সেটাই এখন দেখার।
Hindustan TV Bangla Bengali News Portal