Breaking News

সন্ধ্যায় রাজ্যে মোদী,রাতে থাকবেন কলকাতাতেই,জেনে নিন শহরের কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?চার নির্বাচনী সভা রবিবার!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-লোকসভা ভোটের প্রচারে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার হুগলি, উত্তর ২৪ পরগনা এবং হাওড়া— এই তিন জেলায় মোট চারটি জনসভা করবেন তিনি। শনিবারই কলকাতায় চলে আসছেন প্রধানমন্ত্রী। রাত্রিবাস করবেন রাজভবনে। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে শহরকে।ট্রাফিক বিজ্ঞপ্তি বলছে, শনিবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত দশটা পর্যন্ত কলকাতার রাস্তায় সমস্ত পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। একইভাবে রবিবার সকাল সাড়ে আটটা থেকে দুপুর বারোটা পর্যন্তও নিয়ন্ত্রণ হবে পণ্যবাহী যান চলাচল। শুধু পণ্যবাহী গাড়ি নয়, একাধিক রাস্তায় যাত্রীবাহী যান চলাচলও নিয়ন্ত্রণ করা হবে। এদিন বিকেল সাড়ে পাঁচটা থেকে উল্টোডাঙা ফ্লাইওভার, ইএম বাইপাস, মা ফ্লাইওভার, এজেসি বোস ফ্লাইওভার, হসপিটার রোড, লাভার্স লেন, খিদিরপুর রোড, জেনসন অ্যান্ড নিকোলাস আইল্যান্ড, রেড রোড, আর আর অ্যাভিনিউ, রাজভবনের সাউথ গেট চত্বরে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হবে।সোমবার দেশে এবং রাজ্যে চতুর্থ দফার নির্বাচন। তার আগের দিনই বাংলায় পর পর চারটি সভা করবেন মোদী। তাঁর প্রথম সভাটি হবে সকাল সাড়ে ১১টা নাগাদ, উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়। সেখানে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংহের হয়ে সভা করবেন তিনি। প্রধানমন্ত্রী দ্বিতীয় সভাটি করবেন চুঁচুড়ায়, হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে। বিজেপি সূত্রে খবর, মোদীর দ্বিতীয় সভাটি হবে দুপুর ১টা নাগাদ।চুঁচুড়ায় সভা করার পরেই দুপুর আড়াইটে নাগাদ প্রধানমন্ত্রীর তৃতীয় সভাটি শুরু হওয়ার কথা। এই সভাটি তিনি করবেন আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত পুড়শুড়ায়, বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগরের সমর্থনে |মোদীর চতুর্থ এবং দিনের শেষ সভাটি হবে হাওড়া জেলার সাঁকরাইলে। বিকেল ৪টে নাগাদ এই সভাস্থলে পৌঁছনোর কথা রয়েছে তাঁর। এই সভা থেকে হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর সমর্থনে প্রচার করবেন তিনি। মোদী যে চার কেন্দ্রের বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচার করবেন, সেই চার কেন্দ্রেই আগামী ২০ মে ভোটগ্রহণ।প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ঝাড়খণ্ডে প্রচার কর্মসূচি সেরেই শনিবার সরাসরি কলকাতায় চলে আসবেন মোদী। সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে তাঁর বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *