Breaking News

মন্তেশ্বরে দিলীপ ঘোষকে ঘিরে গো-ব্যাক স্লোগান!তৃণমূল কর্মীদের সঙ্গে ‘হাতাহাতি’, পরিস্থিতি আয়ত্তে আনতে লাঠিচার্জ

দেবরীনা মণ্ডল সাহা :-সোমবার চতুর্থ দফার ভোট| রাজ্যজুড়ে ভোট চলছে আটটি কেন্দ্রে। সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে আসে। দুপুরবেলা উত্তেজনা ছড়াল বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের মন্তেশ্বরে। বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে কেন্দ্র করে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। এমনকী তাঁর গাড়ির সামনে শুয়ে পড়েন তৃণমূল কর্মীরা। ভাঙচুর করা হয় নিরাপত্তায় থাকা জওয়ানদের গাড়ি থেকে শুরু করে মিডিয়ার গাড়িও। জখম হন সংবাদকর্মীরাও। এদিন মন্তেশ্বরের টুল্যা গ্রামে বিজেপি-র বুথ এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না বলে খবর পান দিলীপ ঘোষ৷ কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছন তিনি৷ সঙ্গে ছিলেন দিলীপের দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷দিলীপ টুল্যা গ্রামে পৌঁছনোর পরই উত্তেজনার সূত্রপাত৷ স্থানীয় তৃণমূলকর্মী এবং গ্রামবাসীদের একাংশ অভিযোগ করেন, ওই এলাকায় শান্তিপূর্ণ ভাবেই ভোটগ্রহণ চলছিল৷ বরং এলাকায় এসে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করেন দিলীপ৷ বিজেপি প্রার্থীকে ঘিরে ধরে বিক্ষোভও শুরু হয়৷ দেওয়া হয় গো ব্যাক স্লোগান৷অভিযোগ, তখনই দিলীপের দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গ্রামবাসীদের উপরে লাঠিচার্জ শুরু করে৷ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মারে এক গ্রামবাসীর কপাল ফেটে যায় বলে অভিযোগ৷ এরপরই উত্তেজনা আরও বেড়ে যায়৷ আহত ওই গ্রামবাসীকে নিয়ে দিলীপের গাড়ির সামনে শুইয়ে দেন গ্রামবাসীরা৷ দিলীপ ঘোষ এবং তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানদের সঙ্গেও বিক্ষোভকারীদের বচসা শুরু হয়৷ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে পুলিশ৷বিক্ষোভকারীদের সরাতে তৎপর হয় দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীরাও৷ দিলীপের গাড়ির সামনে থেকে আহত ব্যক্তিকে সরিয়ে বিজেপি প্রার্থীকে ওই এলাকা থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷ সেই সময়ই দিলীপ এবং তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্র্রীয় বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করেন গ্রামবাসীরা বলে অভিযোগ ৷ দিলীপের গাড়ি বেরিয়ে গেলেও তাঁর নিরাপত্তরা দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গাড়িতে ইট পড়ে৷ ইটের আঘাতে কাচ ভাঙে সংবাদমাধ্যমের কয়েকটি গাড়িরও৷

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *