নিজস্ব সংবাদদাতা :- সন্দেশখালিকাণ্ডের স্টিং ভিডিয়ো নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ভোটকুশলী সংস্থা আইপ্যাকের দিকেই আঙুল তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, এর নেপথ্যে রয়েছে পুলিশও। সন্দেশখালির স্টিং অপারেশনের ভিডিয়ো প্রকাশ্যে আসার পর থেকেই অস্বস্তি বেড়েছে বিজেপির। ওই ভিডিয়োয় বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে বলতে শোনা যাচ্ছে, সন্দেশখালির মহিলাদের দিয়ে ধর্ষণের ভুয়ো অভিযোগ করানো হয়েছে। অভিযোগ করার জন্য মহিলাদের ২০০০ টাকা দেওয়া হয়েছে। এদিন ভিডিয়ো নিয়ে প্রশ্নের জবাবে শুভেন্দুবাবু বলেন, তৃণমূল সন্দেশখালিতে শূন্য। তৃণমূল মানে পুলিশ, পুলিশ মানে তৃণমূল। এই যে আইপ্যাককে দিয়ে পুরো ষড়যন্ত্র হয়েছে, এটা যেমন ভাইপোর মস্তিষ্কপ্রসূত, তেমনই নেপথ্যে রয়েছেন বসিরহাটের এসপি মেহেদি হাসান, এসডিপিও আমিনুল। দু’জনেই এতে জড়িত।’ সঙ্গে শুভেন্দুবাবু বলেন, ‘সন্দেশখালির যে বা – বোনেরা লড়াই করছেন, তাদের বিরুদ্ধে ভুয়ো মামলা হলে নির্বাচন কমিশনের পদক্ষেপ করা উচিত।’এদিন স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতোকেও আক্রমণ করেন তিনি। বলেন, ‘সুকুমার মাহাতো চোর। সকলে জানেন। ওর পিএ (আপ্তসহায়ক) কত টাকা তুলেছেন চাকরি দেওয়ার নাম করে, তার তালিকা রয়েছে আমার কাছে। এ সব যত করবে, বিচ্ছিন্ন হবে।’ ওদিকে স্টিং ভিডিয়ো প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা ছড়িয়েছে সন্দেশখালিতে। অভিযোগ, তৃণমূল নেতারা ভয় দেখিয়ে নির্যাতিতাদের অভিযোগ তুলে নিতে বাধ্য করছেন। পালটা বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলতে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন এক মহিলা। সব মিলিয়ে ভোটের মধ্যেও সন্দেশখালি উত্তাপ চলছে |