প্রসেনজিৎ ধর, কলকাতা :- তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় ফিরলেন কুণাল ঘোষ। তৃণমূলের তারকা প্রচারকের তালিকা থেকে পঞ্চম এবং ষষ্ঠ দফায় বাদ পড়েছিলেন কুণাল ঘোষ। সপ্তম দফায় ফিরে এলেন তিনি। প্রসঙ্গত, সপ্তম দফার ভোট হবে আগামী ১ জুন। ওটিই শেষ দফা। প্রসঙ্গত, সপ্তম দফার ভোটের জন্য তারকা প্রচারকের তালিকায় ৪০ জনের নাম রেখেছে তৃণমূল। নাম রয়েছে কুণালেরও। সম্প্রতি কিছু বিতর্কিত মন্তব্যের জেরে দলীয় পদ, এমনকী ভোটের জন্য তারকা প্রচারকের তালিকা থেকে বাদ পড়েছিলেন কুণাল। দলের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটতেই ফের তারকা প্রচারকের তালিকায় ফিরলেন কুণাল ঘোষ। তালিকায় নাম ফেরা নিয়ে কুণাল ঘোষ বলেন, ‘‘আমি দলের সৈনিক। দল যখন যেখানে যে কাজ দেবে, আমি সেই কাজ করতে প্রস্তুত।’’সপ্তম দফা অর্থাৎ ২ জুনের ভোটের আগে নির্বাচনী প্রচারে ফের ‘স্বমহিমা’য় দেখে যাবে কুণালকে। সম্প্রতি কিছু বিতর্কিত মন্তব্যের জেরে দলীয় পদ, এমনকী তারকা প্রচারকের তালিকা থেকে বাদ পড়েছিলেন রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ। এরপর ষষ্ঠ দফার তারকা প্রচারকের তালিকাতেও কুণালের নাম ছিল না। তবে দলের সঙ্গে কুণালের মনোমালিন্যের মেঘ কেটে গিয়েছে। ব্রাত্য বসুর উপস্থিতিতে ডেরেক ও’ব্রায়েনের সঙ্গে বৈঠক করেন তিনি। উল্লেখ্য, কুণালকে রাজ্য সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়ার চিঠিতে সই ছিল ডেরেকের। তাঁকে ‘কুইজ় মাস্টার’ বলে কটাক্ষও করেছিলেন কুণাল। পরে বৈঠকে তাঁদের মধ্যে সমঝোতা হয়েছে।তার পর থেকে ফের ‘স্বমহিমা’য় দেখা গিয়েছে। এবার ফের দলের তারকা প্রচারকের তালিকায় ফিরল তাঁর নাম।