প্রসেনজিৎ ধর :-পঞ্চম দফার প্রচারে গিয়ে জনসভা থেকে বিজেপির বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, লোকসভা নির্বাচনের আবহে বিজেপি যে বিজ্ঞাপন সম্প্রচার করছে, তাতে মমতা নামটি ব্যবহার করা হয়েছে। কেন তাঁর নামটাই এত পছন্দ হল, সেই প্রশ্নই তুলেছেন মমতা।বনগাঁর সভামঞ্চ থেকে এদিন নাম না করে নরেন্দ্র মোদীকে আক্রমণ শানান মমতা। বলেন, ”টিভি খুললেই ওঁর ছবি, ইউটিউব খুললেই ওঁর ছবি। কাগজে এমনকী ঘুমের মধ্যে ছবি, আতঙ্ক হয়ে গেছে। আবার আমার নামে একটা নাম বলছে। আমার নামটা কেন পছন্দ জানি না, সারাক্ষণ তো গালাগাল দিয়ে বেড়ায়।” মমতার কথায়, বিজেপির বিজ্ঞাপনে এক মাকে ডেকে তার মেয়ে বলছে, ‘চলো বিজেপিকে ভোট দিয়ে আসি। ওরা আমাদের জল দিয়েছে।’ এ বিষয়ে ক্ষোভ উগরে দিয়ে মমতার বক্তব্য, ৭০ শতাংশ জল দিয়েছে রাজ্য সরকার। বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার প্রকল্পে ৭০ শতাংশ টাকা, জমি এবং রক্ষণাবেক্ষণ সব রাজ্য সরকার করে বলে জানিয়েছেন মমতা। বিজেপি এইসব বিজ্ঞাপন করার টাকা কোথা থেকে পাচ্ছে, সেই নিয়েও প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, ”সব চুরির টাকা। দেশের টাকা লুটেছে। ১০০ দিনের কাজের টাকা দেয়নি, পকেটে ভরেছে। সেই টাকা দিয়েই আজ বিজ্ঞাপন করে বেড়াচ্ছে।” পিএম কেয়ারের টাকার হিসেব কোথায়, প্রশ্ন তুলেছেন মমতা। এই প্রেক্ষিতেই মোদীকে ‘গ্যারান্টিবাবু’ বলে খোঁচা দিয়ে তিনি বলেন, বিনা পয়সায় বিদ্যুৎ দেওয়ার দাবি থেকে শুরু করে বিনামূল্যে গ্যাসের প্রতিশ্রুতি সবই ভুয়ো, মিথ্যে।