প্রসেনজিৎ ধর, কলকাতা :- সন্দেশখালির বিজেপি নেত্রী মাম্পি ওরফে পিয়ালি দাস কিছুটা স্বস্তি পেলেন কলকাতা হাইকোর্টে। তাঁর বিরুদ্ধে নিম্ন আদালতে নতুন করে কোনও আবেদন এখনই করছে না রাজ্য পুলিশ| বৃহস্পতিবার হাইকোর্ট থেকে সেই আশ্বাস পেয়েছেন মাম্পি। অন্য দিকে, বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের মামলার শুনানিও হাইকোর্টে হবে শুক্রবারই।হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিল পরশু অর্থাৎ শনিবার পর্যন্ত নতুন কোনও পদক্ষেপ করতে পারবে না রাজ্য। নতুন মামলা দিয়ে তাঁকে গ্রেফতার করা হতে পারে, এই আশঙ্কা করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মাম্পি। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে তাঁর মামলাটির শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু বিচারপতি সেনগুপ্তের বেঞ্চ বৃহস্পতিবার বসেনি। তাই বিচারপতি অমৃতা সিংহের বেঞ্চে মামলাটি গিয়েছে।আদালতে মাম্পির আইনজীবী রাজদীপ মজুমদার জানান, তাঁর মক্কেল নিম্ন আদালতে জামিন চাইতে গেলে নতুন মামলা দিয়ে তাঁকে গ্রেফতার করা হয়েছে। প্রথমে জামিনযোগ্য ধারা দেওয়া হলেও পরে জামিন-অযোগ্য ধারা যুক্ত করা হয়। বেআইনি ভাবে ওই গ্রেফতার করা হয়েছে বলে আদালতে জানিয়েছেন মাম্পির আইনজীবী। তাঁর আশঙ্কা, এখন ১০ দিন পুলিশি হেফাজতে রেখে আবার নতুন মামলা দিয়ে মাম্পিকে গ্রেফতার করা হতে পারে। নিম্ন আদালতে সেই আবেদন করতে পারে পুলিশ।মাম্পির আইনজীবীর বক্তব্য শুনে বিচারপতি সিং রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) কিশোর দত্তের বক্তব্য জানতে চান। এজি আশ্বাস দেন, শুক্রবার হাই কোর্টে এই মামলার শুনানি না হওয়া পর্যন্ত পুলিশ এমন কোনও পদক্ষেপ করবে না। এজির বক্তব্যে সন্তুষ্ট হন বিচারপতি। শুক্রবার বিচারপতি সেনগুপ্ত আদালতে এলে নতুন করে মামলাটির শুনানি হবে।
Hindustan TV Bangla Bengali News Portal