ইন্দ্রজিত মল্লিক:- বিকেলে মুখ্যমন্ত্রী মিছিলে হাঁটবেন। তাই গোটা রাস্তা ঠান্ডা জল দিয়ে ভেজানো হচ্ছে। এমনই অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার এক্স হ্যান্ডেলে একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করে এমন অভিযোগ করেছেন। তিনি বলেছেন, “বিকেল ৩টের সময় মুখ্যমন্ত্রী মিছিল করবেন বলে, রাস্তা ঠান্ডা করতে পানীয় জল দিয়ে ভিজিয়ে করা হচ্ছে প্রতিকার।” তীব্র গরমে বাঁকুড়া, পুরুলিয়াতে প্রায় প্রতি বছরই খড়া পরিস্থিতির সৃষ্টি হয়। ভূগর্ভস্ত জলের স্তর অনেকটাই নেমে যায়। এই সব অঞ্চলের মানুষ ভূগর্ভস্ত জলের উপরেরই নির্ভরশীল। নাম না করে মুখ্যমন্ত্রীকে ‘হীরক রানী’ বলে কটাক্ষ করে বলেছেন, “পুরুলিয়া, বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকার মানুষ পানীয় জলের জন্য করে হাহাকার…।” এছাড়াও কেন্দ্রীয় সরকারের ‘জল জীবন মিশন’ বাস্তবায়িত করতে দেয়নি বলে অভিযোগ তুলে শুভেন্দু বলেছেন, “রাজনৈতিক ভাবে প্রধানমন্ত্রী যাতে সুবিধে না পেয়ে যান তাই বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার কেন্দ্রীয় সরকারী প্রকল্প – জল জীবন মিশনের বাস্তবায়নে জেনে বুঝে সব থেকে বেশি ঢিলেমি দেখিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।” তিনি আরও বলেছেন, “মানুষের কষ্ট নিবারণ করার সৎ উদ্দেশ্য নেই কিন্তু নিজের সামান্যতম অসুবিধা যেনো না হয় তা নিশ্চিত করতে হবে।” পাশাপাশি ১৬ মে কাঁথিতে মুখ্যমন্ত্রীর মিছিলের আগে এমনটাই করা হয়েছে বলে অভিযোগ করেছেন।