দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- লোকসভা ভোটের মধ্যে বিজেপিকে বিতর্কিত বিজ্ঞাপন প্রকাশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল কলকাতা হাইকোর্ট। নির্বাচনী আদর্শ আচরণবিধি ভঙ্গ করে গত ৪ মে থেকে দফায় দফায় বিজেপি বেশ কিছু সংবাদপত্রে বিজ্ঞাপন দেয়। এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। সোমবার সেই মামলায় বিচারপতি সব্যসাচী ভট্টচার্য্যের পর্যবেক্ষণ, শুধু নির্বাচনী আদর্শ আচরণবিধি ভঙ্গ নয়, ওই বিজ্ঞাপন মামলাকারীর সংবিধানের ১৯ ও ২১ ধারায় প্রাপ্ত অধিকারও হরণ করেছে।লোকসভা ভোটের মাঝে বিজেপির নির্বাচনী বিজ্ঞাপনে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাই কোর্ট। গত ৪, ৫, ১০ ও ১২ মে বিভিন্ন সংবাদপত্রে বিজেপি যে বিজ্ঞাপন দিয়েছিল, সেই জাতীয় কোনও বিজ্ঞাপন আর প্রকাশ করতে পারবে না বিজেপি। সেগুলি পরীক্ষিত নয় বলে উল্লেখ করে এমনই নির্দেশ দিলেন হাই কোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য।বিজেপির নির্বাচনী বিজ্ঞাপন নিয়ে তৃণমূলের তরফে উচ্চ আদালতে মামলা জানানো হয়েছিল। তা নিয়ে শুনানি ছিল সোমবার। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যর এজলাসে মামলাটি ওঠে। তবে বিজেপির তরফে কোনও আইনজীবী উপস্থিত ছিলেন না। বিজেপিকে মামলা সংক্রান্ত নথি দেওয়া হয়েছে, এই মর্মে কোন তথ্য আদালতে জমা দিতে পারেননি তৃণমূল কংগ্রেসের আইনজীবীরাও। তারপরও মামলার গুরুত্ব বিবেচনা করে বিচারপতি অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন। তিনি জানান, যে কোনও ধরনের সংবাদমাধ্যমে এই বিজ্ঞাপন দিতে পারবে না বিজেপি, যা আনভেরিফায়েড | পাশাপাশি তাঁর আরও পর্যবেক্ষণ, বিজ্ঞাপন নিয়ে তৃণমূল যে অভিযোগ করেছিল, তা নিয়ে দ্রুত পদক্ষেপ করা প্রয়োজন ছিল। কিন্তু নির্বাচন কমিশন সেটা করেনি। যদিও ইতিমধ্যে কমিশন ওই বিজ্ঞাপন নিয়ে পদক্ষেপ নিয়েছে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে শোকজ করা হয়েছে। মঙ্গলবার বিকেলের মধ্যে তাঁকে জবাবদিহি করতে হবে।
Hindustan TV Bangla Bengali News Portal