প্রসেনজিৎ ধর, হুগলি:- উলুবেড়িয়ার পর এবার হুগলির জাঙ্গিপাড়া। ফের এক মহিলার সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠল নির্বাচনের জন্য ডিউটিরত এক জওয়ানের বিরুদ্ধে। অভিযুক্ত জওয়ানকে গাছে বেঁধে স্থানীয়রা মারধর করে বলে অভিযোগ। এই ঘটনায় পরিবার ও প্রতিবেশীদের মারধরের অভিযোগ উঠেছে ওই জওয়ানের বিরুদ্ধে। নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস| ঘটনায় অভিযুক্ত এক আইটিবিপি জওয়ান। রবিবার রাতে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, স্থানীয় একটি স্কুলে নির্বাচনের কাজের জন্য ডিউটিরত ছিলেন ওই জওয়ান। অভিযোগ, সেখানেই গ্রামের এক মহিলাকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে ওই জওয়ানের বিরুদ্ধে।মহিলার সঙ্গে অভব্য আচরণের সময় তিনি চিৎকার চেঁচামিচি শুরু করেন। মহিলার চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ শুনে ওই আইটিবিপি অফিসারকে গাছে বেঁধে বেধড়ক মারধর করে গ্রামের স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে, সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। জাঙ্গিপাড়া থানার পুলিশ গিয়ে ওই জওয়ানকে উদ্ধার করে। পাশাপাশি, সেখানেই ডিউটিরত আরও তিনজন আইটিবিপি জওয়ানকে সরিয়ে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থল থেকে। মহিলার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।জাঙ্গিপাড়া থানার পুলিশ এসে জওয়ানকে উদ্ধার করে নিয়ে যায়। ওই মহিলা থানায় অভিযোগ দায়ের করেছেন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের এই শ্লীলতাহানি করার ঘটনায় হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘কেন্দ্রীয় বাহিনীর হাতে আবার শ্লীলতাহানি। যে রক্ষক সেই ভক্ষক।’ জাঙ্গিপাড়ার ঘটনায় সরব হলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ঋজু দত্ত বলেন, ‘অত্যন্ত ঘৃণ্য দুটি ঘটনা সামনে এসেছে। রবিবার রাতে উলুবেড়িয়া এবং জাঙ্গিপাড়ায় মহিলাদের শ্লীলতাহানি করার চেষ্টা করছে। কী চলছে এই বাংলায়? এই যে কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে বিপুল পরিমাণ বাংলায় ৭০০, ৮০০ কোম্পানি তারা বুথের নিরাপত্তা না দিয়ে শীতলকুচি মডেল অনুসরণ করছে। নিরীহ মানুষদের গুলি করে মেরে দেবে, না হলে বাংলার মা–বোনেদের ঘরে ঢুকে শ্লীলতাহানি করছে এবং ধর্ষণ করার চেষ্টা করছে। এই ঘটনার তীব্র নিন্দা করছে তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনের কাছে তথ্য জমা করছি। বিজেপি কেন্দ্রীয় বাহিনীকে লেঠেন হিসাবে ব্যবহার করছে।’