নিজস্ব সংবাদদাতা :- টিটাগড় থেকে কাঁচরাপাড়া৷ ভোটের দিন বেরিয়ে জায়গায় জায়গায় বিক্ষোভের মুখে পড়তে হল, ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং-কে৷ উঠল ‘গো ব্যাক’ স্লোগান৷ দেখানো হল কালো পতাকাও৷ এমনকি, মহিলাদের বিক্ষোভের মুখেও পড়েন অর্জুন৷ মহিলা বিজেপি কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। নির্বাচন কমিশনে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন অর্জুন সিং। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। স্থানীয় সূত্রের খবর, এদিন সকালে ভোট পরিদর্শনে বেরিয়েছিলেন অর্জুন সিং৷ অভিযোগ,তার আগেই এক মহিলাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ পেয়েছিলেন তিনি৷ কিন্তু, অর্জুন সিং এলাকায় পৌঁছতেই একদল যুবক তাঁকে উদ্দেশ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন৷ কথা পাল্টা কথায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি৷এইবার লোকসভা ভোটে অন্যতম চর্চিত কেন্দ্র ব্যারাকপুর লোকসভা। তৃণমূলের পার্থ ভৌমিকের বিরুদ্ধে বিজেপির প্রার্থী হয়েছেন অর্জুন সিং। সেই অর্জুন সিংকে কালো পতাকা দেখানো হল। শুধু তাই নয়, তাঁকে ঘিরে উঠল গো ব্যাক স্লোগান। ছাপ্পা ভোট হচ্ছে খবর পেয়ে এসেছেন বলে দাবি বিজেপি প্রার্থীর। দেখানো হয় কালো পতাকাও। ঘটনাটি ঘটেছে টিটাগড়ে ৪ নম্বর জলের ট্যাঙ্কের কাছে একটি বুথে। জানা গিয়েছে যে অর্জুন সিং ওই এলাকাতে পৌঁছাতেই সেখানে উপস্থিত হন ৫০ থেকে ৬০ জন তৃণমূল কর্মী। কালো পতাকা নিয়ে গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন তাঁরা। তৃণমূল কর্মীরা রীতিমতো পথ আটকে দাঁড়িয়ে পড়েন সেখানে। সাফ জানিয়ে দেন, বুথের দিকে যেতে দেওয়া হবে না বিজেপি প্রার্থীকে।কিন্তু অর্জুন সিংকে দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীরা লাঠিচার্জ করতে থাকে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়। পঞ্চম দফা ভোটের দুপুরে রীতিমতো রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। পাল্টা তৃণমূল সমর্থক ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ অর্জুনের বিরুদ্ধে।