প্রসেনজিৎ ধর:-চব্বিশের লোকসভা ভোটের ষষ্ঠ দফায় জঙ্গলমহল ঝাড়গ্রামে সকাল থেকে মোটের উপর শান্তিপূর্ণ ভোটই চলছিল। কিন্তু দুপুরের পর থেকেই পরিস্থিতি খানিকটা উত্তপ্ত হয়ে ওঠে। ঝাড়গ্রাম কেন্দ্রের অন্তর্গত গড়বেতার মোগলাপাতা এলাকায় গিয়েছিলেন বিজেপি প্রার্থী তথা চিকিৎসক প্রণত টুডু। তাঁকে গ্রামবাসীরা কার্যত তাড়া করেন। তিনি কথা বলে পরিস্থিতি শান্ত করতে গেলে অশান্তি আরও বাড়ে। হাতে ইট নিয়ে তেড়ে আসেন গ্রামবাসীরা। প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়। তাঁরা সকলে তৃণমূল কর্মী, সমর্থক বলে দাবি | পরিস্থিতি সামলাতে গিয়ে প্রার্থীর নিরাপত্তায় থাকা সিআইএসএফ জওয়ানের মাথা ফেটে যায়। এলাকা ছেড়ে কার্যত দৌড়ে পালান প্রার্থী প্রণত টুডু। ভোটে অশান্তির খবর করতে গিয়ে আক্রান্ত হল সাংবাদ মাধ্যমের গাড়িও । সোশাল মিডিয়ায় নিজেই ঘটনার কথা বর্ণনা করেন প্রণত টুডুর দাবি, ”জওয়ানরা না থাকলে প্রাণে বেঁচে ফিরতে পারতাম না।”প্রার্থীর নিরাপত্তায় থাকা জওয়ানরা তাঁকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান। কিন্তু ইটের আঘাতে মাথা ফেটে যায় সিআইএসএফ জওয়ানের। এর পর প্রাণভয়ে দৌড়ে এলাকা ছেড়ে যান বিজেপি প্রার্থী। প্রণত টুডুর অভিযোগ, ওখানকার বুথে বিজেপি সমর্থকরা ভোট দিতে গেলে তৃণমূল তাঁদের বাধা দিয়ে জোর করে ছাপ্পা ভোট করাচ্ছে। সেই খবর পেয়েই তিনি এসেছিলেন পরিস্থিতি দেখতে। কিন্তু গ্রামে ঢুকতেই যেভাবে আক্রমণের মুখে পড়তে হল, তাতেই স্পষ্ট তৃণমূলের গুন্ডাবাহিনী ভোট পরিচালনা করছে বলে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি প্রার্থী। তাঁর কথায়, ”নিরাপত্তারক্ষীরা না থাকলে বেঁচে ফিরতাম না।” ঘটনার কথা জানার পর এ নিয়ে রিপোর্ট চাইল নির্বাচন কমিশন।
Hindustan TV Bangla Bengali News Portal