দেবরীনা মণ্ডল সাহা :- একুশের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়নি | তার মধ্যে আজ ফের ফের রাজ্যে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | সূত্রের খবর, আজ রাত ১১ টায় দমদম বিমানবন্দরে নামবে স্বরাষ্ট্রমন্ত্রীর বিমান| আগামিকাল গোটা দিন একের পর এক কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকবেন তিনি | আজকের রাতটা নিউটাউনের এক পাঁচতারা হোটেলে কাটিয়ে কাল সকালে প্রথমেই রাজ্যের মুখ্যমন্ত্রীর তল্লাটে কালীঘাটের অদূরেই রাসবিহারীতে ভারত সেবাশ্রম সংঘের দফতরে উপস্থিত হবেন তিনি | সেখান থেকে দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমে যাবেন শাহ এমনটাই সূত্রের খবর |
দুপুর ১২ টা ৫০ মিনিটে শেষ পরিবর্তন যাত্রার সূচনা করবেন নামখানা থেকে | রথযাত্রার উদ্বোধনের পর শাহের নজর ঘুরবে উদ্বাস্তু পরিবারের দিকে | নামখানার জনসভা শেষে স্থানীয় নারায়ণপুরে এক উদ্বাস্তু তপশিলি পরিবারে মধ্যাহ্নভোজ সারবেন শাহ বলে জানা গেছে | পরিবারকর্তার নাম সুব্রত বিশ্বাস | তিনি মাছের ব্যবসা করেন | তাঁর স্ত্রী অর্চনা বিশ্বাস পরিচারিকার করেন | মধ্যাহ্নভোজন সেরে স্বরাষ্ট্রমন্ত্রী রোড শো-তে অংশ নেবেন | শ্মশান কালী মন্দির থেকে কাকদ্বীপ পর্যন্ত প্রায় এক ঘণ্টার রোড শো করবেন তিনি | সন্ধে নামার আগে কপ্টার যোগে কলকাতায় ফিরে বিকেল ৫ টা নাগাদ যাবেন অরবিন্দ ভবনে | সূত্রের খবর, রাতে তিনি বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকেও বসতে পারেন | তবে এখনও সেই নিয়ে কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি |