Breaking News

‘কাঁথিতে মেজবাবু বাবার কোটায় আর উলুবেড়িয়ায় একজন কাকার কোটায় চলছে’,কল্যাণ বন্দোপাধ্যায়ের নিশানায় শুভেন্দু অধিকারী,রাজীব বন্দ্যোপাধ্যায়

প্রসেনজিৎ অধিকারী :- নির্বাচন যত এগিয়ে আসছে বাড়ছে রাজনৈতিক তরজা | এবার দলত্যাগী দুই নেতা শুভেন্দু অধিকারী রাজীব বন্দ্যোপাধ্যায়কে বেনজির ভাষায় আক্রমণ করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় | হাওড়ার জগদবল্লভপুরের সভা থেকে দুই নেতাকে কার্যত তুইতোকারি করে কল্যাণের মন্তব্য, ওরা বাবা-কাকার কোটায় করে খাচ্ছে | অন্যদের খেটে খেতে হয়| নন্দীগ্রামের পদত্যাগী বিধায়ককে নিশানা করে তৃণমূল সাংসদের মন্তব্য, ‘খেলা তো ওইখানেই হবে | নন্দীগ্রামে খেলবি আয় শুভেন্দু| কত বড় হিম্মত তোর দেখি|’ পাশাপাশি সভা থেকে শুভেন্দুকে কটাক্ষ করে তাঁর আরও মন্তব্য, তৃণমূল নেত্রী যদি ওনাকে মুখ্যমন্ত্রীর পদ দেওয়ার কথা বলত তাহলে এই দলত্যাগ হত না |এরপর শুভেন্দু ও রাজীবকে একযোগে নিশানা করে কল্যাণ বলেন, ‘দলে কতগুলো ছিল যাদের মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে দেখা যেত না| মমতার জন্যই তারা বড় নেতা হয়েছে |’ দুই বিজেপি নেতাকে কটাক্ষ করে তাঁর মন্তব্য, ‘কাঁথিতে মেজবাবু বাবার কোটায় আর উলুবেড়িয়ায় একজন কাকার কোটায় চলছে’| আবার নিজে যে ‘খারাপ’ মন্তব্য করছেন সেটা প্রকাশ্য জনসভা কার্যত স্বীকার করে মন্তব্য, ‘আমি তো খারাপ বলছি | কিন্তু শুনতে যদি পাও রাজীব তোমায় বলছি ডোমজুড়ের মাঠে খেলা হবে | পালিয়ে যেয়ো না |’ এর আগে একাধিক সভা থেকে শুভেন্দু-রাজীবকে নিশানা করেছেন কল্যাণ বন্দোপাধ্যায় | তবে তাঁর এদিনের মন্তব্য শালীনতার সীমা ছাড়িয়ে গিয়েছে বলে মত রাজনৈতিক মহলের |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *