নিজস্ব সংবাদদাতা :- বোমার আঘাতে গুরুতর জখম রাজ্যের শ্রম দফতরের প্রতিমন্ত্রী জাকির হোসেন | বুধবার রাতে মুর্শিদাবাদের নিমতিতা ষ্টেশন কাছে তাঁকে লক্ষ করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা বলে অভিযোগ | তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে|
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিলেন জাকির | তিস্তা তোর্সা এক্সপ্রেস ধরার জন্য নিমতিতা ষ্টেশন যাচ্ছিলেন তিনি | কিন্তু নিমতিতা ষ্টেশনে কাছে নিজের গাড়ি থেকে নামামাত্রই তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা | ঘটনায় জাকির হোসেন-সহ কয়েকজন গুরুতর জখম হন | সকলকে তড়িঘড়ি জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে |
এই ঘটনায় এলাকায় উত্তেজনা রয়েছে | অভিযোগ উঠেছে, রাজ্যের মন্ত্রীর উপর পুর্বপরিকল্পিত ভাবে এই হামলা চালানো হয়েছে | ঘটনার তদন্তে নেমেছে পুলিশ | রাজ্যের মন্ত্রীর উপর কারা হামলা চালাল তা খতিয়ে দেখা হচ্ছে | এই হামলাকে পরিকল্পিত হামলা বলে বর্ণনা করেছেন মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সভাপতি আবু তাহের | তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এক জানিয়েছেন, মুর্শিদাবাদের বিরোধী রাজনৈতিক দল এই হামলার সঙ্গে যুক্ত | মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে লড়াই করতে না পেরেই এই হামলা বলে মন্তব্য করেছেন তিনি।