Breaking News

বিধ্বংসী হতে পারে ‘রেমাল’! ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর জেরে বাংলায় একগুচ্ছ ট্রেন বাতিল করা হল,কোন কোন ট্রেন চলবে না?রইল তালিকা

প্রসেনজিৎ ধর, কলকাতা :- আবারও একটা ভয়াবহ ঝড়ের সম্মুখীন হতে বাংলা। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘রেমাল’। আছড়ে পড়তে পারে সাগর ও বাংলাদেশের খেপুপাড়া মাঝামাঝি এলাকায়। যার প্রভাবে রবিবার উপকূলবর্তী দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনায় ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি গতিবেগে ঝড় এবং প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও হতে পারে ঝড় ও প্রবল বৃষ্টি। সব থেকে বেশি ক্ষতি হতে পারে দক্ষিণ ২৪ পরগনায়। ভোটের মধ্যেই দুর্যোগের অশনি সংকেত জেলায় জেলায়। আমফান, ইয়াসের দাপট থেকে শিক্ষা নিয়ে এবার আগে ভাগেই সতর্ক রেল। হাওড়া থেকে বেশ কয়েকটি ট্রেন বাতিল করে দেওয়া হল। শনিবার থেকেই সতর্ক রেলওয়ে। কিছু ট্রেনের যাত্রাপথ কাটছাঁট করা হল। দিঘাগামী বেশ কিছু লোকাল, এক্সপ্রেস ট্রেন বাতিল করল রেলওয়ে।

ঘূর্ণিঝড় রেমালের জন্য কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে?

১) ২২৮৯০ পুরী-দিঘা সুপারফাস্ট সাপ্তাহিক এক্সপ্রেস: যে ট্রেনটি শনিবার (২৫ মে) পুরী থেকে ছাড়বে, তা খড়্গপুর পর্যন্ত আসবে।
২) ২২৮৯৭ হাওড়া-দিঘা কাণ্ডারী এক্সপ্রেস: রবিবার (২৬ মে) যে ট্রেন ছাড়ার কথা ছিল, সেটা বাতিল করে দেওয়া হয়েছে।
৩) ০৮১৩৭ পাঁশকুড়া-দিঘা মেমু প্যাসেঞ্জার স্পেশাল: ২৬ মে বাতিল থাকবে।
৪) ০৮১৩৯ পাঁশকুড়া-দিঘা লোকাল ট্রেন: রবিবার (২৬ মে) সেই ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে।
৫) ০৮১৩৬ দিঘা-পাঁশকুড়া লোকাল ট্রেন: সোমবার (২৭ মে) যে ট্রেন ছাড়ার কথা ছিল, সেটা বাতিল করে দেওয়া হয়েছে।
৬) ০৮১৩৮ দিঘা-পাঁশকুড়া মেমু প্যাসেঞ্জার স্পেশাল: সোমবার (২৭ মে) বাতিল করে দেওয়া হয়েছে।
৭) ২২৮৮৯ দিঘা-পুরী সুপারফাস্ট সাপ্তাহিক এক্সপ্রেস: রবিবার (২৬ মে) দিঘা থেকে যে ট্রেন ছাড়ার কথা ছিল, সেটা খড়্গপুর থেকে ছাড়বে।
৮) ২২৮৯৮ দিঘা-হাওড়া কাণ্ডারী এক্সপ্রেস: রবিবার (২৬ মে) বাতিল করে দেওয়া হয়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকেই দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি শুরু হবে। যার দাপট বাড়বে রবিবার এবং সোমবারে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *