নিজস্ব সংবাদদাতা :-ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত ডেবরায় ভোটের ডিউটিতে যাওয়া কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। এই অভিযোগ পৌঁছে গিয়েছে নির্বাচন কমিশনের কাছে। আর অভিযোগ উঠে আসতেই সঙ্গে সঙ্গে পদক্ষেপও করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনীর ওই জওয়ানকে ভোটের ডিউটি থেকে সঙ্গে সঙ্গে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় অন্য জওয়ানকে নিয়ে আসা হয়েছে। এলাকার ওই অভিযোগকারী গৃহবধূর দাবি, ওই জওয়ান বাড়িতে এসে জল খেতে চেয়েছিলেন। সেই সময়েই তাঁর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ মহিলার।ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত ডেবরার ১২৯ নম্বর চকসাহাপুর বুথে লোধা সম্প্রদায়ের ওই বধূর অভিযোগ, জল খাওয়ার নাম করে বাড়িতে ঢুকে তাঁর শ্লীলতাহানি করেছেন ওই জওয়ান। ওই জওয়ান জল চাওয়ার পরে তিনি জলের বোতল দিয়েছিলেন। জল খেয়ে তাঁর সঙ্গে অভিযুক্ত জওয়ান আপত্তিকর ব্যবহার করেন।অভিযোগ মেলার পরেই এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে যান। ওই জওয়ান এবং তাঁর সঙ্গীদের ঘিরে রেখে পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে ডেবরা থানার পুলিশ এসে অভিযুক্তকে আটক করে সংশ্লিষ্ট বাহিনীর আধিকারিকদের হাতে তুলে দেয়। ওই জওয়ানের কাছ থেকে ‘সার্ভিস আর্মস’ কেড়ে নেওয়া হয় বলেও পুলিশ সূত্রের খবর।এমন একটি অভিযোগ যে উঠে এসেছে, সে কথা মানছেন স্থানীয় ব্লক উন্নয়ন আধিকারিকও। ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত ডেবরার ওই অঞ্চলের বিডিও জানিয়েছেন, এমন একটি অভিযোগ উঠে এসেছে। সেই অভিযোগের ভিত্তিতে ওই জওয়ানকে ডিউটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। গোটা বিষয়টি পুলিশ দেখছে বলেও জানিয়েছেন তিনি।কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের প্রতিক্রিয়ায় ঘাটালের তৃণমূল প্রার্থী দেব বলেন, ‘‘ডেবরায় সিআরপিএফের বিরুদ্ধে একটি বাড়িতে ঢুকে এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। যাঁরা আমাদের রক্ষক, যাঁরা ভোটটা করাবেন, সেই চৌকিদারদের বিরুদ্ধেই যদি শ্লীলতাহানির অভিযোগ ওঠে, তবে আমরা কোথায় আছি!’’
Hindustan TV Bangla Bengali News Portal