দেবরীনা মণ্ডল সাহা :-ভোটের দিন সকাল থেকেই মেদিনীপুরের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল ৷ কোথাও দলের পোলিং এজেন্টকে বুথে ফিরিয়ে এনেছেন৷ আবার কোথাও পুলিশের সঙ্গে তর্ক জুড়লেন৷ বুথের বাইরে পুলিশ কী করছে, সেই প্রশ্ন তুলেও সরব হন তিনি ৷ তবে তারই মাঝে অগ্নিমিত্রাকে লক্ষ্য করে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা গো ব্যাক স্লোগানও দেন৷ বিক্ষোভের মুখে পড়েন মেদিনীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী।ছড়িয়ে পড়ে উত্তেজনা। শনিবার দেশজুড়ে চলছে ষষ্ঠ দফার ভোটগ্রহণ ৷ সারা দেশের ৫৮ টি লোকসভা আসনের মধ্যে বাংলার আটটি আসনে ভোট চলছে ৷ এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আসন মেদিনীপুর ৷ সেখানে এবার বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পাল ৷ এদিন সকাল থেকেই কেন্দ্রের বিভিন্ন প্রান্তে ঘুরছেন তিনি ৷বুথের ভেতরে পুলিশ কেন প্রশ্ন তুললেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল ৷ পুলিশকে বুথ কেন্দ্র থেকে বার করলেন তিনি ৷ তারপরেই বুথে যে বিজেপির পোলিং এজেন্টকে বের করা হয়েছিল অগ্নিমিত্রা নিজেই তাঁকে বুথে বসান ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের কেন্দামারি প্রাথমিক বিদ্যালয়ে ৷অগ্নিমিত্রা পলের অভিযোগ, কলকাতা পুলিশের আধিকারিক বুথের দরজার পাশে দাঁড় করিয়ে ভোট করাচ্ছেন ৷ সকালে বুথে বসেছিলেন পোলিং এজেন্ট ৷ তাঁকে ধমক দিয়ে বের করে দিয়েছে ৷ তারপর খোঁজ পাওয়া যাচ্ছিল না ৷ তার পর খুঁজে বের করে আবার পোলিং এজেন্টকে বসিয়েছেন তিনি ৷অন্যদিকে অগ্নিমিত্রা পলকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান ও গো ব্যাক স্লোগানও দেয় তৃণমূল ৷ তবে অগ্নিমিত্রার দাবি, ‘‘পরিকল্পনা করে আটকানো হয়েছে আমাকে ৷ গো ব্যাক স্লোগান গ্রামের লোকেরা দেয়নি ৷ বাইরের লোক দিয়ে গো ব্যাক ব্যাক স্লোগান দেওয়া হয় ৷ ওখানেই পুরো আটকে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল ৷ সেই কারণে ফিরে এসেছি ৷’’