Breaking News

তৃণমূল বিধায়ক জাকির হোসেনকে হুমকির অভিযোগে ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার অভিযুক্ত ইঞ্জিনিয়ার!

নিজস্ব সংবাদদাতা :-মুর্শিদাবাদের জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনকে বোমা মারার হুমকি দেওয়ার ঘটনায় ঝাড়খন্ড থেকে আসাদুজ্জামান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ।জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনকে বোমা মেরে খুনের হুমকির যোগ মিলল সেই ঝাড়খণ্ডে। রবিবার রাতে ঝাড়খণ্ডের পাকুড় থানার ইসলামপুর গ্রাম থেকে ওই যুবককে গ্রেপ্তার করেছে সুতি থানার পুলিশ। সোমবার ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠায় পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ।রবিবার এক সাংবাদিক বৈঠকে বিধায়ক জাকির হোসেন জানান, তার হোয়াটস অ্যাপে কেউ বা কারা বিভিন্ন ধরনের গালিগালাজের মেসেজ করেছেন এবং তাকে বোমা মারার হুমকি দিয়েছেন। তিনি বলেন, ‘আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি। সেই কারণে আমাদের হেনস্থা করা হচ্ছে। কিছু দালাল বিভিন্নভাবে হুমকি দিচ্ছে, রেইড করিয়ে দেব, মিথ্যা কেসে ফাঁসিয়ে দেব। আমরা যেহেতু তৃণমূল করি সেই কারণে আমাদের হুমকি দেওয়া হচ্ছে, গালাগালি করা হচ্ছে।’বিধায়ক জাকির হোসেনের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে এই ধরনের হুমকি দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘তৃণমূল করার কারণেই আমাদের হুমকি দেওয়া হচ্ছে এবং আমাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা চলছে।’এই ঘটনার পরিপ্রেক্ষিতে জাকির হোসেন সুতি থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত শুরু করে এবং দ্রুত তদন্তের ভিত্তিতে অভিযুক্ত আসাদুজ্জামানকে ঝাড়খন্ড থেকে গ্রেফতার করে।পুলিশ জানিয়েছে, ধৃতের বাড়ি ঝাড়খণ্ড ওই ইসলামপুর গ্রামে। হুমকির কথা স্বীকার করেছে ওই যুবক। তবে তার দাবি, ”দুবছরের বেশি সময় ধরে জাকির হোসেনের মোবাইলে মেসেজ করেও কোনও রিপ্লাই পাইনি। তাই তাঁকে গালিগালাজ করেছি। কোনওরকম খুনের হুমকি দিইনি।” এদিকে ধৃত যুবকের পরিবারের সদস্যদের দাবি, ছেলে বি-টেক পাশ করার পর কোনওরকম কাজ ছাড়া বাড়িতেই বসে ছিল। মানসিক সমস্যাও রয়েছে তার। পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *