ইন্দ্রজিত মল্লিক:- ঘূর্ণিঝড় ‘রিমেল’ পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে পাড়ি দিয়েছে। প্রকৃতির দেওয়া জল জমেছে শহরের অলিতে গলিতে। দুপুরে সেই জল সরাতে আসরে নেমেছিলেন দমদমের বিদায়ী সাংসদ সৌগত রায়। সেই নিয়েই টুইটারে খোঁচা দিতে ছাড়লেন না রাজ্যের বিরোধী দলনেতা তথা রাজ্য বিজপির অন্যতম মুখ শুভেন্দু অধিকারী। সাংসদ সৌগত রায়ের গোটা কর্মকাণ্ডটাকে ‘দুর্বল চিত্রনাট্য’ ও ‘কাঁচা অভিনেতা’ বলে কটাক্ষ করেন।
ঝড়বৃষ্টি থামলেও দমদম লোকসভার একাধিক ওয়ার্ড জলমগ্ন। একটু বৃষ্টি হলেই জল জমে কিন্তু সেই জল সহজে নামেনা বলে অভিযোগ সাধারণ বাসিন্দাদের। সোমবার সকালে সেই জল সরানোর উদ্দেশ্যেই স্থানীয় কয়েকজন তৃণমূল কর্মীকে সঙ্গে নিয়ে আসরে নেমেছিলেন সাংসদ। ভিডিওতে দেখা যাচ্ছে সৌগত রায় নর্দমার মুখ বাঁশ দিয়ে খোঁচা দিচ্ছেন। আর সেটাকে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, “১৫ বছর ধরে সাংসদ। ১৫ বছর ধরে পৌরসভার ক্ষমতায়। ১৩ বছর ধরে রাজ্যে ক্ষমতায়।
কিন্তু নির্বাচনের আগে বেহাল নিকাশি ব্যবস্থার কারণে জল জমে যাওয়ায় বাঁশ দিয়ে কি খোঁচাচ্ছেন উনিই জানেন!”
এদিন দমদমের সাংসদকে নর্দমার মুখে পড়ে থাকা ছেঁড়া ব্যানার হাতদিয়ে সরাতে দেখা যায়। এটাকেও কটাক্ষ করে শুভেন্দু লিখেছেন, “ভাব খানা এমন যেন, এই ছ’ মাস আগে তৃণমূল কংগ্রেস নামক এক দলের রেজিস্ট্রেশন হয়েছে আর ইনি এই প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমেছেন! তা বাঁশটা কিন্তু দমদমের ভোটারদের চিনিয়ে দিলেন, পয়লা জুন আপনার ভাগ্যে তোলা থাকলো।” তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায়কে ‘বয়স্ক’ বলে কটাক্ষ করে তিনি আরোও বলেন, “দুর্বল চিত্রনাট্য আর কাঁচা অভিনেতা। তিনচার জন জোয়ান লোক ছাতা ধরে আর বয়স্ক সাংসদ পোজ দেয় জল নিকাশির চেষ্টায়।”
Hindustan TV Bangla Bengali News Portal