দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- লোকসভা নির্বাচন এখনও শেষ হয়নি। আগামী শনিবার শেষ দফার ভোট। তবে এই ভোটের মাঝে আবার শহরে ইডির অভিযান। মঙ্গলবার রাজারহাটের ভাতেণ্ডা এলাকায় এক অভিজাত আবাসনে অভিযান চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এছাড়া নিউটাউনের বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে বলে খবর। ভিনরাজ্যের ব্যাঙ্ক জালিয়াতির একটি মামলার তদন্তেই ইডির এই অভিযান চালিয়েছে বলে অনুমান করা হচ্ছে। তল্লাশির পাশাপাশি ওই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানা গেছে। জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর নাম সন্তোষ বর্মা। দার্জিলিং,পুরী, ভুবনেশ্বর-সহ বিভিন্ন প্রান্তে একাধিক হোটেল রয়েছে তাঁর। রাজারহাটের ভাতেণ্ডা এলাকায় একটি বিলাসবহুল আবাসন রয়েছে তাঁর। মঙ্গলবার সকালে ইডির আধিকারিকরা পৌঁছে যান সন্তোষ বর্মার আবাসনে। বেশ কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও তল্লাশি চলছে বলেই খবর। মঙ্গলবার সকাল ৬.৩০ মিনিটে রাজারহাটের মহিষবাথানের একটি আবাসনে পৌঁছন ইডির আধিকারিকরা। সেখানকার একটি ফ্ল্যাটে তল্লাশি শুরু করেন তাঁরা। একই রকম তল্লাশি শুরু হয় বিধাননগরের একটি বাড়িতে। ইডি সূত্রে আরও জানা গিয়েছে, এবারই প্রথম নয়, এর আগেও এই ২ ঠিকানায় তল্লাশি চালিয়েছিলেন তাঁরা। তদন্তের প্রয়োজনে ফের ময়দানে নেমেছেন গোয়েন্দারা।সূত্র মারফত জানা গিয়েছে, পাটনার একটি ব্যাঙ্ক প্রতারণা মামলায় নাম জড়িয়েছিল কলকাতার এই পর্যটন ব্যবসায়ীর। সেই মামলাতেই এই তল্লাশি। ওই ব্যবসায়ীর পাশাপাশি সংস্থার আরেক ডিরেক্টরের বাড়িতেও এদিন হানা দিয়েছেন ইডির আধিকারিকরা। ভোটের মুখে সাতসকালে অভিজাত আবাসনে ইডি হানার ঘটনায় স্বাভাবিকভাবেই প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।