নিজস্ব সংবাদদাতা :- রাজ্যে শান্তিপূর্ণ এবং হিংসামুক্ত নির্বাচন করানোটাই এখন কমিশনের সবচেয়ে কাছে বড় চ্যালেঞ্জ। যদিও রাজ্যে প্রতিদিনই ভোটের আগে একাধিক অশান্তির ঘটনা ঘটছে। কিন্তু সেই কথা মাথায় রেখে অনেক আগেই রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এসে রাজ্যের পুলিশ, প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে গেছেন। এমনকি জানানো হয়েছিল এবারের ভোটে রাজ্যে সিভিক পুলিশ দিয়ে ভোট করা যাবে না। রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে রাজ্যের ১০০ শতাংশ বুথকেই স্পর্শকাতর বুথ হিসেবে ধরে নিয়ে এগোতে চাইছে কমিশন। কারণ এর আগে পশ্চিমবঙ্গে প্রায় সব নির্বাচনেই অশান্তি, লড়াই এবং প্রার্থীদের মনোনয়ন দাখিলে বাধা দেওয়ার মতো ঘটনা ঘটেছে। তাই ২০২১-এর বিধানসভা নির্বাচনে আর এই ঘটনার আর পুনরাবৃত্তি করতে চায়না নির্বাচন কমিশন। তাই ১০০% বুথ স্পর্শকাতর ধরে নিয়েই নিরাপত্তার ব্যবস্থা প্রস্তুত রাখতেও নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি করোনা পরিস্থিতিতে সবকিছু সামাল দেওয়ার জন্য তিরিশ শতাংশ বুথ ও বাড়ানো হবে। আর ঝামেলা এড়িয়ে চলতে যেসব এলাকা গুলোয় আগে অশান্তি হয়েছে সে এলাকাগুলোও বাছাই করা হবে।