Breaking News

বাংলায় দুর্নীতিকারীদের এমন ব্যবস্থা করব যে,এদের আগামী প্রজন্মও দুর্নীতি করার আগে ১০০ বার ভাববে:মোদী

নিজস্ব সংবাদদাতা :-নির্বাচনী প্রচারে এসে ফের বাংলার দুর্নীতি নিয়ে সরব হলেন প্রধানমন্ত্রী মোদী। একই সঙ্গে দাবি করলেন তাঁর আমলে গত ১০ বছরে কেন্দ্রে কোনও দুর্নীতি হয়নি।মোদীর কথায়, “গত ১০ বছরে কেন্দ্রীয় স্তরে একটাও দুর্নীতি হতে দিইনি। বাংলায় দুর্নীতিকারীদের এমন ব্যবস্থা করব যে, এদের আগামী প্রজন্মও দুর্নীতি করার আগে ১০০ বার ভাববে।’’এদিন প্রধানমন্ত্রী শুরু থেকেই তৃণমূল ও ইন্ডি জোটকে আক্রমণ করেন। দুর্নীতি নিয়ে তৃণমূলের উদ্দেশে কামান দেগে তিনি বলেন, ‘১০ বছর আগে যখন আপনারা আমাকে সুযোগ দিয়েছিলেন, তখন আমি গোটা দেশকে গ্যারান্টি দিয়েছিলাম, না খাউঙ্গা, না খানে দুঙ্গা। আমি কেন্দ্রীয় স্তরে ১০ বছরে একটাও দুর্নীতি হতে দিইনি। এখন মোদী দেশকে ও পশ্চিমবঙ্গকে একটা আরও বড় গ্যারান্টি দিচ্ছে। মোদীর গ্যারান্টি হচ্ছে, যে খেয়েছে তার পেট থেকে বার করব। আর যার কাছ থেকে খেয়েছে তাকে ফেরত দেব।’ মোদীর হুঁশিয়ারি, ‘তৃণমূলের নেতাদের কাছেও এই যে নোটেরা পাহাড় বেরিয়েছে। প্রতিটা টাকার হিসাব হবে। যার থেকে লুঠ করা হয়েছে তাকে কী করে ফেরত দেওয়া যায় সেজন্য আমি আইনি রাস্তা বানাচ্ছি। এখন পর্যন্ত মানুষের থেকে লুঠ করা প্রায় ১৭ হাজার কোটি টাকা ফেরত দেওয়া হয়ে গিয়েছে। বাংলাতেও আপনার লুঠ হওয়া সম্পদ আপনাকে ফিরিয়ে দিতে আপ্রাণ চেষ্টা করছি।’তিনি বলেন, ‘আমি এই দুর্নীতিবাজদের কালো সম্পদের নোংরা আয় এক্স-রে করব। এমন এক্স-রে যে এদের আগামী প্রজন্ম দুর্নীতি করার আগে একশ’ বার ভাববে।’টেনে আনলেন সন্দেশখালি থেকে কেশপুরের সন্ত্রাসের প্রসঙ্গও। তৃণমূলের পাশাপাশি বাম এবং তারও আগের কংগ্রেস সরকারকে দায়ী করেছেন মোদী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *