Breaking News

নজরে বসিরহাট!সপ্তম দফা ভোটের আগেই ফের প্রশাসনিক রদবদল নির্বাচন কমিশনের

দেবরীনা মণ্ডল সাহা:-আগামী শনিবার সপ্তম তথা শেষ দফার ভোট৷ তার ঠিক আগে রাজ্য পুলিশে ফের রদবদল। তিন পুলিশ আধিকারিককে সরিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য জানানো হয়েছে। কমিশনের বিশেষ নজরে রয়েছে বসিরহাট লোকসভা কেন্দ্রে। সেখানকার দুই পুলিশ আধিকারিককে ভোটের কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁদের জায়গায় কাদের দায়িত্ব দেওয়া হবে জানতে বিকল্প নাম চেয়ে পাঠানো হয়েছে রাজ্যের কাছে। বুধবারের মধ্যে অফিসারদের নাম জানাতে হবে৷ শনিবার, সপ্তম দফা ভোটে নতুন দায়িত্বপ্রাপ্ত অফিসারদের হাতেই আইনশৃঙ্খলা রক্ষার ভার দেওয়া হবে।নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, যে ৯টি কেন্দ্রে আগামী শনিবার ভোট রয়েছে, তার মধ্যে বসিরহাট ও দমদম লোকসভা আসনের অন্তর্গত পুলিশ অফিসারদের বদলি করা হয়েছে। সুন্দরবনের পুলিশ সুপার কোটেশ্বর রাও নলবথ, বসিরহাট পুলিশ জেলার অন্তর্গত মিনাখাঁর এসডিপিও আমিনুল ইসলাম খান এবং রহড়া থানার আইসি দেবাশিস সরকারকে সরানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, তিন পুলিশ আধিকারিককে ভোটের কোনও কাজে ব্যবহার করা যাবে না। বিকল্প নাম চেয়ে পাঠানো হয়েছে রাজ্যের কাছে। এর আগে প্রত্যেক দফা ভোটের আগেই কমিশনের তরফে কোনও না কোনও পুলিশ অফিসারকে ভোটের কাজ থেকে সরানো হয়েছিল। তা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপত্তিও জানিয়েছিলেন। একাধিক সভায় এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। কমিশনের পক্ষপাতমূলক আচরণ বলে অভিযোগ তুলে সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সপ্তম তথা শেষ দফাতেও সেই একইভাবে পুলিশ আধিকারিকদের বদলি করল কমিশন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *