প্রসেনজিৎ ধর, কলকাতা :- শনিবার সপ্তম তথা শেষ দফার ভোট হতে চলেছে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর, ডায়মন্ডহার, বসিরহাট, দমদম, বারাসত, জয়নগর ও মথুরাপুর লোকসভা কেন্দ্রে । আর তাই শেষ দফা ভোটের আগে বাড়তি উদ্যোগ নিল রেল। স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। তবে তা শুধুমাত্র ভোটকর্মীদের জন্য।এই বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “ভোট কর্মীদের সুবিধার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত দক্ষিণ ২৪ পরগনার জেলা শাসকের অনুরোধে এই ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল।”
স্পেশ্যাল ট্রেনের তালিকা :-
নামখানা-শিয়ালদহ স্পেশাল ১ জুন রাত ১১:৪৫ মিনিটে নামখানা থেকে ছেড়ে ২ জুন রাত ০২:২০ মিনিটে শিয়ালদা পৌঁছবে।
ডায়মন্ড হারবার শিয়ালদহ স্পেশাল ২ জুন রাত ০১:০০ টায় ডায়মন্ড হারবার থেকে ছেড়ে রাত ০২:২৭ মিনিটে শিয়ালদা পৌঁছবে।
ক্যানিং-শিয়ালদহ স্পেশাল ২ জুন রাত ০১:০০ টায় ক্যানিং থেকে ছেড়ে রাত ০২:০৫ মিনিটে শিয়ালদা পৌঁছবে। স্পেশাল ট্রেনগুলি হল্ট এবং ফ্ল্যাগ সহ সমস্ত স্টেশনেই থামবে।
এছাড়াও ৩৪১৬৫ বজবজ – শিয়ালদহ ইএমইউ লোকাল ২ জুন রাত ১২:০৫ মিনিটের পরিবর্তে রাত ১২:৩০ টায় বজবজ থেকে ছাড়বে।
Hindustan TV Bangla Bengali News Portal