Breaking News

শিলিগুড়িতে জল নিয়ে হাহাকার! পুরসভার সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে বিজেপি,সাংবাদিক বৈঠক থামালেন মেয়র

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-পানীয় জলের হাহাকারকে ঘিরে শুক্রবার দুপুরে রণক্ষেত্রর চেহারা নিল শিলিগুড়ি পুরসভা চত্বর। গত কয়েকদিন ধরেই শিলিগুড়ি শহরে পানীয় জলের হাহাকার দেখা দিয়েছে। জলসঙ্কটের মোকাবিলায় পুরসভা এখন পর্যন্ত কী কী পদক্ষেপ করেছে, তা জানাতে শুক্রবার দুপুর ১ টায় পুরসভায় সাংবাদিক বৈঠক ডেকেছিলেন মেয়র গৌতম দেব। মেয়রের সেই বৈঠক চলাকালীনই পুরসভার সামনে বিক্ষোভ শুরু করে বিজেপি। আন্দোলনকারীরা মেয়রের কুশপুতুলও নিয়ে এসেছিলেন। তবে তা দাহ করার আগেই কেড়ে নেয় পুলিশ। বিক্ষোভে বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিজেপির। এই গোলমালের মাঝে বৈঠক থামিয়ে দেন মেয়র। পুরসভার বাইরে অবস্থানে বসেছেন বিজেপির বিক্ষোভকারীরা।সাংবাদিক বৈঠকে মেয়র বলেন, ‘‘আমি মানুষকে যখন জিজ্ঞেস করছি, তাঁরা বলছেন জল নিয়ে তেমন কোনও সমস্যা নেই। সমস্যা শুধু কিছু মিডিয়া এবং রাজনৈতিক দলগুলির হচ্ছে। বিরোধীদের বিক্ষোভে পুরসভার সম্পত্তির ক্ষতি হচ্ছে। আমি বৃহস্পতিবার রাত পর্যন্ত পুরসভায় ছিলাম। পরিস্থিতির তদারকি করেছি। মুখ্যমন্ত্রীর সঙ্গেও তিন-চার বার কথা হয়েছে।’’ এ প্রসঙ্গে পুরনিগমের বিরোধী দলনেতা অমিত জৈন বলেন, ‘‘মানুষকে বোকা বানিয়ে ২০ দিন ধরে বিষাক্ত জল খাওয়ানো হল। তার পর নির্লজ্জের মতো এঁরা বলছেন, জল খাওয়া যাবে না। ২০ দিন কেন আটকালেন না তাহলে? ন্যূনতম লজ্জা নেই। অবিলম্বে এঁদের পদত্যাগ করা উচিত। আমাদের পুলিশ বাধা দিচ্ছে। কেন এঁদের বিরুদ্ধে পুলিশ পদক্ষেপ করছে না? পানীয় জলের যে পাউচ বিলি করা হচ্ছে, আবর্জনার গাড়িতে তা আসছে। এটা কী ধরনের ব্যবস্থা? এটা মানা যায় না।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *