Breaking News

সাদা থানের সন্ত্রাস ফিরল খড়দায়!ভোটের আগের দিন বিজেপি নেতার বাড়ির সামনে সাদা থান,চাঞ্চল্য খড়দহে

নিজস্ব সংবাদদাতা:-আগামীকাল শেষ দফায় লোকসভা ভোট রাজ্যে তার আগের দিন সন্ত্রাস সৃষ্টি করতে খড়দহে এক বিজেপি নেতার বাড়ির সামনে সাদা থান রেখে গেল দুষ্কৃতীরা। শুক্রবার সকালে এই ঘটনা নজরে আসতেই শোরগোল পড়ে যায় খড়দহ পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রহড়া থানার পুলিশ। খড়দহের বিজেপির মণ্ডল সভাপতি পিন্টু পাল। তাঁর স্ত্রী অপর্ণা পাল জানান, শুক্রবার সকালে ঘুম থেকে উঠে দরজা খুলতেই দেখেন বাড়ির সামনে পড়ে রয়েছে একটি সাদা থান। একটি কালো প্লাস্টিকও রাখা ছিল থানটির পাশে। তাঁর চিৎকার শুনে ছুটে আসেন পড়শিরা। খবর দেওয়া হয় রহড়া থানায়। পুলিশ গিয়ে সাদা থান ও কালো প্লাস্টিকটি সরিয়ে নিয়ে আসে। অপর্ণা দেবীর দাবি, ওই কালো প্লাসটিকে বোমা রাখা ছিল। ভোটের আগের দিন এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ। বিজেপির দাবি, গোটা ঘটনার নেপথ্যে তৃণমূল। এলাকাবাসীকে ভয় দেখাতে একাজ করেছে শাসকদল। যদিও শাসকদল এই অভিযোগ মানতে একেবারেই নারাজ। তাদের তরফে স্পষ্টভাবে বলা হয়েছে, এই ঘটনার সঙ্গে দলের কোনও যোগ নেই। ভোটের আগে এই ঘটনা বিজেপিরই গোষ্ঠীদ্বন্দ্বের ফল। প্রসঙ্গত, খড়দহ দমদম লোকসভা আসনের অন্তর্গত। আগামিকাল অর্থাৎ সপ্তম দফায় ওই এলাকায় ভোট। বিজেপি নেতার স্ত্রী অপর্ণা বলেন, আগের ভোটের সময়েও আমার স্বামীকে মেরে ফেলার চক্রান্ত করেছিল তৃণমূল। কিন্তু বরাত জোরে বেঁচে যান তিনি। এবারও আবার প্রাণে মারার হুঁশিয়ারি দেওয়া হল। এই কারণেই বাড়ির সামনে সাদা থান রেখে গেছে। আমরা লুকিয়ে চুরিয়ে দল করি না। সবার সামনেই দল করি। তাই আমাদের নিশানা করছে তৃণমূল। বিজেপির দাবি, এলাকাবাসীকে ভয় দেখাতেই এ কাজ করেছে শাসকদল। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের তরফে স্পষ্টভাবে বলা হয়েছে, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *