ইন্দ্রজিত মল্লিক:- পায়ুতে প্রায় এক কেজি সোনা নিয়ে চোরাচালানের অভিযোগে গ্রেফতার সুরভি খাতুন নামে এক বিমানসেবিকা। তিনি কলকাতার বাসিন্দা। সুদূর ওমানের মাসকট থেকে কেরলের কান্নুরে সেই সোনা নিয়ে যাচ্ছিলেন সুরভি খাতুন। ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)-এর একটি সূত্র বলছে, বিমানসেবিকার পায়ুতে ছিল সেই সোনা।
নারী বিভাগে মলদ্বার দিয়ে সর্বোচ্চ সোনা পাচারের বিশ্ব রেকর্ড ১.২ কেজি। ডিআরআই কোচিন সূত্রে জানা গিয়েছে, ধৃত মহিলা সুরভি খাতুন ২৮ মে কান্নুর আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছিলেন। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সুরভিকে তল্লাশি করে প্রায় ৯৬০ গ্রাম সোনা মেলে। তাঁর পায়ুতে ছিল ওই সোনা। গ্রেফতারির পর বিমানসেবিকাকে ডিআরআই বিচারবিভাগীয় ম্যাজিসস্ট্রেট আদালতে পেশ করা হয়েছে। খাতুনকে ১৪ দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। সূত্রের খবর, এর আগেও বহু বার সুরভি খাতুন সোনা পাচার করেছেন বলে অভিযোগ। যদিও এই প্রসঙ্গে বিমান সংস্থা এখনও কোনও মন্তব্য করেনি। ভারতে এই প্রথম কোনও বিমানকর্মীকে চোরাচালানের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তবে এই পাচারচক্রের গভীরতা কোথায়, তার তদন্তে নেমেছে ডিআরআই।
Hindustan TV Bangla Bengali News Portal