দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- শনিবার রাজ্যে সপ্তম তথা শেষ দফার নির্বাচন চলছে। রাজ্যের ৯টি আসনে ভোট হচ্ছে এদিন। এই ৯ আসনে নির্বাচনের সঙ্গেই সম্পন্ন হবে চব্বিশের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। সকাল সকাল ভোট দেওয়ার পর রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন ‘মহাগুরু’।শনিবার সকাল সকাল বেলগাছিয়া কেন্দ্রে ভোট দিলেন মিঠুন চক্রবর্তী। প্রায় ৪০ মিনিট ধরে সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়েই নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন ‘মহাগুরু’। তবে মিঠুন যেখানে, চমক সেখানে। ভোট দিয়ে বেরিয়ে রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিয়ে রীতিমতো সবাইকে চমকে দিলেন অভিনেতা। এরপরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজনীতি ছাড়ার ইঙ্গিত করেন তিনি। বিজেপি নেতা বলেন, ‘আমার দলের হয়ে কাজ করার কথা ছিল ৩০ তারিখ অবধি’।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মিঠুন বলেন, ‘আমি কখনও দু’টো কাজ একসঙ্গে করি না। আমার দলের হয়ে কাজ করার কথা ছিল ৩০ তারিখ অবধি। সেটা আমি করে দিয়েছি। এবার আমার কাজ হল, সিনেমার জগতে ঢুকে যাওয়া। সেই কারণে আমি এবার সিনেমার কথা বলব, রাজনীতির কথা বলব না’।এক সময় তাঁর বামপন্থায় বিশ্বাস ছিল। তৃণমূল কংগ্রেসের মনোনয়নে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন। এখন তিনি গেরুয়া শিবিরের সৈনিক। চরম গরমেও বিজেপির হয়ে ভোটের প্রচারেও দেখা গিয়েছিল তাঁকে। তবে এবার রাজনীতি থেকে যে তাঁর মন উঠে গিয়েছে, তার ইঙ্গিত পাওয়া গেল মিঠুনের এদিনের বক্তব্যে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল |