দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- শেষ দফায় শনিবার বাংলার ন’টি আসনে ভোটগ্রহণ। এই ন’টি আসনে জয় নিয়ে তিনি আশাবাদী, ভোট দিয়ে বেরিয়ে জানিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এও জানালেন, সারা বছর কাজ করেছেন। গত বার লোকসভা নির্বাচনেও এই ন’টি আসনে জিতেছিলেন। এবারও জয়ের বিষয়ে নিশ্চিত। তাঁর দাবি, মানুষ ভোটবাক্সে কেন্দ্রের বঞ্চনার জবাব দেবেন। পরে তিনি এক্স (সাবেক টুইটার)-এও একই কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর ধ্যানে বসার প্রসঙ্গেও মুখ খুলেছেন ডায়মন্ড হারবারের বিদায়ী সাংসদ।শনিবার সকাল ১০টা নাগাদ ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন তিনি। তার পরই সাধারণ ভোটারদের নিজেদের অধিকার প্রয়োগের আহ্বান জানান।ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক। সেখানেই আমজনতার উদ্দেশ্যে তাঁর আর্জি, “গত ৫ বছরে মানুষ বিরোধী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিতৃষ্ণা জন্মেছে মানুষের। ভোটবাক্সে তার প্রতিফলন ঘটছে। এবার প্রত্যাখানের ভোট হচ্ছে।” তিনি আরও বলেন, “দিন আনা দিন খাওয়া মানুষজন ৪ তারিখ এদের উচিত শিক্ষা দেবে।” আত্মবিশ্বাসী অভিষেকের দাবি, “শেষ ৬ দফায় ২৩ পার করে গেছি। আজ ৯ আসনেও আমরা আশাবাদী। এসব আসন পাব।”কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যানে বসেছেন প্রধানমন্ত্রী। এই প্রসঙ্গে অভিষেক বলেন, ‘‘ঘর তৈরির টাকা আটকে, ১০০ দিনের কাজের টাকা আটকে, মূল্যবৃদ্ধি, সেখানে মানুষের উপর বোঝা চাপিয়ে ধ্যান করা ঠিক নয়। করদাতাদের উপর বোঝা চাপানো ঠিক নয়। ধ্যান করলে ঘরে করুন। আমার আপত্তি নেই।’’ এর পরেই তাঁর খোঁচা, ‘‘আমিও শনিবার ১০ মিনিট ধ্যান করেছি। আপনারা জানেন?’’ পাশাপাশি, অভিষেকের দাবি, বারাণসীতে গণতন্ত্রে কণ্ঠরুদ্ধ করা হয়েছে। তিনি বলেন, ‘‘বারাণসীতে প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। মনোনয়ন জমা দিতে গেলে রিটার্নিং অফিসারের ঘরে ঢুকতে দেওয়া হয়নি। এত আত্মবিশ্বাস থাকলে এ রকম কেন হবে? ভয় কেন?”