প্রসেনজিৎ ধর:- ফের ঝড়ের তাণ্ডবে লন্ডভণ্ড হল উত্তরবঙ্গের একাংশ। শনিবার ভোর রাতে কয়েক মিনিটের ঝড়ে উত্তর দিনাজপুরের ইসলামপুর ও জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের একাংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসলামপুরে গাছ পড়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। ময়নাগুড়িতে আহত হয়েছেন এক যুবক।ফের ঝড়ের তাণ্ডবে লন্ডভণ্ড হল উত্তরবঙ্গের একাংশ। শনিবার ভোর রাতে কয়েক মিনিটের ঝড়ে উত্তর দিনাজপুরের ইসলামপুর ও জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের একাংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ময়নাগুড়িতে আহত হয়েছেন এক যুবক।মাত্র কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর-সহ গাছপালা ও চাষজমি। আজ, শনিবার ভোরে কয়েক মিনিটের ঝড়ে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর বাড়িঘর গাছপালা ইলেক্ট্রিকের পোল। বিভিন্ন জায়গায় ইলেক্ট্রিকের তার ছিঁড়ে গিয়েছে। কারও বা ছাদের উপরে গাছ পড়ে রয়েছে। বিভিন্ন রাস্তার উপরে গাছপালা এবং ইলেকট্রিক তার ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। ফলে, বিভিন্ন রাস্তায় যান চলাচল বিঘ্ন ঘটে। একটি বাড়ির শ্রাদ্ধ অনুষ্ঠানের প্যান্ডেল উড়িয়ে নিয়ে গিয়েছে ঝড়।জানা গিয়েছে, শনিবার ভোর রাত ৪টে নাগাদ প্রবল ঝড় ওঠে ইসলামপুর ও ময়নাগুড়ির একাংশে। ঝড়ে ইসলামপুর ব্লকের মাটিকুন্ডা ২ গ্রাম পঞ্চায়েতে একাধিক গাছ ভেঙে পড়ে। একটি গাছ ভেঙে একটি কাঁচা ঘরের ওপরে। ওই ঘরে একাই থাকতেন ৮০ বছরের এক বৃদ্ধা। গাছ চাপা পড়ে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ভোর হলে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।প্রবল ঝড়ে ইসলামপুর শহর ছাড়াও ওই ব্লকেরই পণ্ডিতপোতা ১ এবং ২, মাটিকুন্ডা ১ এবং ২, গুঞ্জরিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েত সহ আরও একাধিক পঞ্চায়েত এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙে পড়েছে প্রায় ১ হাজার কাঁচা বাড়ি। বেশ কয়েকটি জায়গায় রাস্তায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যহত হয়েছে।ঝড়ে গাছ পড়ে সিপন দাস নামে এর যুবক গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ভোরে পিক আপ ভ্যান নিয়ে ভাড়া খাটতে বেরিয়েছিলেন তিনি। জাতীয় সড়কে পড়ে থাকা গাছের ডাল গাড়ির কাচ ভেদ করে তাঁর পেটে ঢুকে গিয়েছে বলে জানা গিয়েছে। এছাড়া ময়নাগুড়ি শহরে মোট ৯ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।গত ৩১ মার্চের ঝড়ের আতঙ্ক কাটতে না কাটতেই ফের একবার প্রকৃতির তাণ্ডব দেখল ময়নাগুড়ি।