দেবরীনা মণ্ডল সাহা :-বিক্ষোভে ফেটে পড়লেন সীমান্ত এলাকার কৃষকরা। তাঁদের মারধরের অভিযোগ উঠল বিএসএফ আধিকারিকদের বিরুদ্ধে। এরই প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন তাঁরা। সোমবার সকালে বামনাবাদ সীমান্তে প্রবেশ করার সময় একাধিক কৃষকদের মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। সেই সময় আহত হন আজমত শেখ সহ চার-পাঁচজন কৃষক। প্রতিবাদে ধনিরামপুর বাজারে পথ অবরোধ করা হয়। ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সাগরপাড়া ধনিরামপুর বাজার এলাকায়।খবর পেয়ে বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে আসেন সাগরপাড়ার ওসি অরিজিৎ ঘোষ ও রানিনগরের পুলিশ। অবশেষে কৃষকদের দাবি নিয়ে বিএসএফের সঙ্গে আলোচনায় বসার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তাঁরা।ঘটনার সূত্রপাত রানিনগরের বামনাবাদ সীমান্তে ১৪৬ ব্যাটেলিয়ন বিএসএফের এন্ট্রি পয়েন্টে। কৃষকদের অভিযোগ, অন্যান্য দিনের মতো আজকেও সকাল সাড়ে পাঁচটার সময় বিএসএফের এন্ট্রি পয়েন্টে লাইন দেন তাঁরা। সাধারণত সকাল ছটা-সাড়ে ছটা নাগাদ এন্ট্রি করে কৃষকদের সীমান্তের জমিতে যেতে অনুমতি দেওয়া হয়। কিন্তু এদিন সকাল সাতটা কুড়ি বেজে গেলেও এন্ট্রি শুরু করেনি বিএসএফ। কৃষক আমিনুল ইসলাম, নির্মল মণ্ডলরা জানান “এই নিয়ে অসন্তোষ প্রকাশ করতেই বিএসএফের কোম্পানি কমান্ডার চাষিদের উপর লাঠিচার্জ শুরু করে। তাতে অন্তত ১০ জন চাষি জখম হয়েছেন। তাই নয় বিএসএফ শূন্যে গুলিও ছুড়েছে।”এরপর প্রতিবাদে পথে নামেন কৃষকরা। বিক্ষোভ দেখানো হয়। ধনিরামপুর বাজারে কৃষকরা সাইকেল রেখে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। ঘটনার পর চাঞ্চল্যের সৃষ্টি হয় সাগরপাড়ার ধনিরামপুর বাজারে । সীমান্তের সমস্ত কৃষকরা রাস্তার ওপর সাইকেল রেখে,বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকে। ফলে সাগরপাড়া শেখপাড়া রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। সার সার দিয়ে যাত্রীবাহী বাস,ছোট ছোট যানবাহন আটকে পড়ে। নাকাল হতে হয় পথচলতি মানুষকে |