নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- আবারও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। চিৎপুরে মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে আটক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। অভিযোগ, ভোটের কাজ সেরে ফেরার পথে এক মহিলার বাড়িতে ঢুকে শ্লীলতাহানি করেন। চিৎপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মহিলা।পুলিশ সূত্রে খবর, বারুইপুর থেকে ভোটের ডিউটি করে ফেরার সময় দুই মহিলার শ্লীলতাহানি করেছেন ওই সিআরপিএফ জওয়ান, এমনই অভিযোগ এসেছে তাঁদের কাছে। পাইকপাড়ার বাসিন্দা দুই বোন তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন। তারা পুলিশকে জানিয়েছেন, রবিবার মধ্য রাতে ওই জওয়ান মত্ত অবস্থায় আচমকা তাঁদের ঘরে ঢুকে পড়েন এবং অশ্লীল আচরণ করেন। কু-মতলবে গায়েও হাত দেন। মহিলার চিৎকারে আশপাশের প্রতিবেশীরা ছুটে চলে আসেন। ওই জওয়ানকে হাতেনাতে ধরে ফেলেন। ঘটনার একটি ভিডিয়ো সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, অভিযুক্ত জওয়ান হাত জোড় করে ক্ষমা চাইছেন। ওই জওয়ানকে পায়ে পড়ে ক্ষমা চাওয়ার আবেদন করতেও দেখা যায়। বলতে শোনা যায়, এটা তাঁর চাকরির ব্যাপার, যেন তাঁকে ক্ষমা করে দেওয়া হয়। এরপর চিৎপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। মহিলার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত জওয়ানকে আটক করে পুলিশ।পঞ্চম এবং ষষ্ঠ দফা ভোটের আগে রাজ্যের একাধিক জায়গা থেকে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এসেছিল। সেই ঘটনার তীব্র প্রতিবাদ করেছিল তৃণমূল কংগ্রেস। সাংবাদিক বৈঠক করে সুর চড়িয়েছিল নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। এবার সপ্তম বা শেষ দফা ভোটের পর কলকাতা থেকেই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে আটক হলেন এই জওয়ান।
Hindustan TV Bangla Bengali News Portal