Breaking News

৭ লক্ষেরও বেশি ব্যবধান!ডায়মন্ড হারবারে রেকর্ড ভোটে জয়ী দলের সেনাপতি অভিষেক বন্দোপাধ্যায়

দেবরীনা মণ্ডল সাহা :-বিজেপিকে বাংলায় ধরাশায়ী করলেন তৃণমূলের সেনাপতি। ডায়মন্ড হারবারে রেকর্ড ভোটে জিতলেন অভিষেক ব্যানার্জি। তিনি জয়ী ৭ লক্ষেরও বেশি ভোটে। ২১ রাউন্ড শেষে ৭ লক্ষ ৭ হাজার ৪২৫ ভোটে জয়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়।একসময় বামেদের দুর্জয় ঘাঁটি ছিল ডায়মন্ড হারবার। ২০১৪ সালে প্রথমবার সেখানে প্রথমবার লড়াই করেন অভিষেক। পান সহজ জয়। এরপর ২০১৯ সালে ৩ লক্ষ ২০ হাজার ভোটে ডায়মন্ড হারবার থেকে জিতেছিলেন তিনি। সেই থেকে ডায়মন্ড হারবার অভিষেকের শক্ত জমি। সেই থেকে ডায়মন্ড হারবার ও অভিষেক সমার্থক। অতিমারির সময় ডায়মন্ড হারবারকে মডেল হিসেবে তুলে ধরেছিল তৃণমূল। ফুটবল ম্যাচ আয়োজন থেকে ত্রাণে ছুটে যাওয়া কিছুই বাদ দেননি অভিষেক। ডায়মন্ড হারবারে একটি ফুটবল দলও তৈরি করেছেন। সেই ডায়মন্ড হারবারেই এবার যাবতীয় রেকর্ড ভেঙে চুরমার করে নয়া রেকর্ড তৈরি করে জয়ী অভিষেক। বিজেপি কিংবা সিপিএম প্রার্থীরা সেখানে দাঁড়াতেই পারেননি।এবার তরুণ মুখ প্রতীক উর রহমানকে প্রার্থী করে রামে যাওয়া ভোট বামে ফিরিয়ে আনার মরিয়া চেষ্টা করে আলিমুদ্দিন। বিজেপিও তাদের ‘মাঠের কর্মী’ অভিজিৎ দাসকে। কিন্তু তাতেও বিশেষ কোনও লাভ হল না। রেকর্ড ব্যবধানে নিজের জয় নিশ্চিত করলেন অভিষেক।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *