দেবরীনা মণ্ডল সাহা :- ভোটের ফলপ্রকাশের পর দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করলেন প্রধানমন্ত্রী| ‘টানা তিনবার এনডিএ-র ওপর আস্থা রাখল জনতা। দেশের ইতিহাসে অভূতপূর্ব ফল হয়েছে। দেশবাসীর আকাঙ্খা পূরণের লক্ষ্যে নতুন সংকল্প নিয়ে এগোবে বিজেপি’, এক্স হ্যান্ডলে পোস্ট নরেন্দ্র মোদির।এবার ৪০০ আসনের লক্ষ্যমাত্রা নিয়ে ঝাঁপিয়েছিল এনডিএ। এখনও পর্যন্ত যা ছবি তাতে দেখা যাচ্ছে, ২৯২ আসনে এগিয়ে রয়েছে এনডিএ, ২৩৩ আসনে এগিয়ে ‘ইন্ডিয়া’ ব্লক, অন্যান্যরা ১৮টি আসনে এগিয়ে রয়েছে। আর এককভাবে ধরলে এখনও পর্যন্ত বিজেপি ২৪০ আসনে এগিয়ে। অর্থাৎ একার জোরে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি তারা। গত দু’দফার পুনরাবৃত্তি কেন হল না এই বার? সূত্রের খবর, এই নিয়ে কাঁটাছেড়া হতে পারে আগামীকালের মন্ত্রিসভার বৈঠকে। তবে মোদি-শাহ জুটির ‘ম্যাজিক’ যে ভাবে এবার ধাক্কা খেয়েছে, সেটা স্পষ্ট। এর মধ্যে প্রধানমন্ত্রীর ‘এক্স’ পোস্ট। তবে এই ফলাফলকে দেশবাসীর আস্থার প্রতিফলন হিসাবেই দেখছেন প্রধানমন্ত্রী। ফলপ্রকাশের পর এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, টানা তৃতীয়বার এনডিএর উপরে ভরসা রেখেছেন আমজনতা। এই অভূতপূর্ব সময়ে দেশবাসীকে ধন্যবাদ। আগামী দিনে দেশবাসীর সমস্ত আশা-আকাঙ্খা পূরণ করবেন বলেও এই পোস্টে লিখেছেন প্রধানমন্ত্রী। ধন্যবাদ জানিয়েছেন দলীয় কর্মীদেরও। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “টানা তিনবারের জন্য জনগণ এনডিএ-র উপর আস্থা রেখেছে। যা ভারতের ইতিহাসে ঐতিহাসিক জয়। দেশবাসীর আকাঙ্খা পূরণের লক্ষ্যে নতুন সংকল্প নিয়ে এগোবে বিজেপি।” আগামী দিনে দেশবাসীর সমস্ত আশা পূরণ করবেন, এমনই আশ্বাস দেন প্রধানমন্ত্রী।গত লোকসভা নির্বাচনে ৫২টি আসন পেয়েছিল কংগ্রেস। এবার ইন্ডিয়া জোট ২৩৪টি আসন ছিনিয়ে দিয়েছে। একা কংগ্রেস পেয়েছে ৯৯টি আসন। তাই গতবারের তুলনায় কংগ্রেস যে ভালো ফল করেছে তা বলাই বাহুল্য। এদিন বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং দুই কেন্দ্রে জয়ী প্রার্থী রাহুল গান্ধী। ওয়ানড় এবং রায়বরেলি থেকে জয়ী হয়েছেন রাহুল। এদিন তিনি বলেন, “মানুষের রায়ে হার হয়েছে মোদীর। দেশবাসী জানিয়ে দিয়েছেন, মোদী-শাহকে তাঁরা চান না।”