Breaking News

মোদীর শপথের দিনই কালীঘাটে হাইভোল্টেজ বৈঠক!অভিষেক-সহ তৃণমূলের জয়ী প্রার্থীদের বৈঠকে ডাকলেন মমতা,ঠিক হবে রণকৌশল

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- মঙ্গলবার প্রকাশিত হয়েছে লোকসভা নির্বাচনের ফল। ফল প্রকাশ হতে দেখা যায় রাজ্যে জয়ী হয়েছেন ২৯ জন তৃণমূল প্রার্থী। দলের জয়ী প্রার্থীদের নিয়ে শনিবার মোদীর শপথের দিনই কালীঘাটের বাড়িতে বৈঠকে বসতে চলেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে হাজির থাকবেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।প্রাথমিকভাবে ঠিক ছিল, বুধবার এই বৈঠক হবে। কিন্তু আজ অভিষেক দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে যাওয়ায় বৈঠকের দিন পরিবর্তন করা হয়েছে বলেই দলীয় সূত্রে খবর।এবার তৃণমূলের জয়ী প্রার্থীদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন নতুন মুখ। রাজনীতিতে আনকোরা রচনা বন্দ্যোপাধ্যায়ও জয়ী হয়েছেন। জয়ী হয়েছেন বেশ কয়েকজন বিধায়ক। তাদের মধ্যে রয়েছেন মন্ত্রী পার্থ ভৌমিকও। সেই সব আসনে পুনর্নির্বাচনে দলের রণনীতি কী হবে তা নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে। সঙ্গে লোকসভা ভোটের ফলের বিশ্লেষণ করতে পারে তৃণমূল| যদিও দলনেত্রীর অভিযোগ, কাঁথি, তমলুকে জোর করে তাদের হারানো হয়েছে। বালুরঘাটে হার নিয়েও সন্দেহ রয়েছে তাদের। এমন আবহে ৪২ আসনের প্রার্থীদেরই কালীঘাটের বৈঠকে ডাকা হয়েছে। দলীয় সূত্রে খবর, রাজ্যের প্রতি কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে আন্দোলন চালিয়ে যেতে চান দলনেত্রী। দিল্লিতে সেই আন্দোলনের ঝাঁজ বাড়ানোর বার্তা ২৯ সাংসদকে দিতে চান তিনি। শনিবার বিকেলের বৈঠকে দলের সমস্ত জয়ী প্রার্থীর উপস্থিতি বাধ্যতামূলক বলে জানানো হয়েছে। পাশাপাশি, যে সব সংসদীয় এলাকায় পরাজয় স্বীকার করতে হয়েছে, সেখানে দলের পরবর্তী রণকৌশল কী হবে, তা নিয়ে পরাজিত সাংসদদের বার্তা দিতে চায় দল।ডাকা হয়েছে ভগবানগোলা ও বরানগরে সদ্যজয়ী দুই বিধায়ক রেয়াত হোসেন ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কেও । এদিকে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিয়েছেন অভিষেক। সেখানে জোটবদ্ধ বিরোধীদের আগামী দিনের কর্মকান্ডের রূপরেখা ঠিক হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। সেই বৈঠকের পর কলকাতায় ফিরে দলনেত্রীকে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট দেবেন অভিষেক। এর পরই তৃণমূল নিজের রণকৌশল ঠিক করবে বলে মনে করা হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *