প্রসেনজিৎ ধর :- রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আর এবারে জয়জয়কার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। প্রথম দশের মেধাতালিকায় একেবারে ৪ জনই পশ্চিমবঙ্গ বোর্ডের। এমনকি শীর্ষ দুটি স্থানও পেয়েছে পশ্চিমবঙ্গ বোর্ডের জেলার ছাত্র। সফল ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় |বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ সল্টলেকের রূপান্ন ভবন থেকে সাংবাদিক বৈঠক করেন বোর্ডের চেয়ারম্যান।মেধাতালিকায় প্রথম দশজনের নাম ঘোষণা করেন তিনি। তাতে সিবিএসই এবং পশ্চিমবঙ্গ বোর্ডের পরীক্ষার্থীদের মধ্যে একেবারে সমানে সমানে লড়াই।মেধাতালিকার প্রথম দশে থাকা চারজন পশ্চিমবঙ্গ বোর্ডের, চারজন সিবিএসই আর দুজন আইসিএসসি বোর্ডের পড়ুয়া। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় নজর কাড়ল বাঁকুড়ার কিংশুক পাত্র। গত ২৮ এপ্রিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল। এবছর মোট ৩২৮টি কেন্দ্রে পরীক্ষা হয় এবং ১,৪২,৬৯৪ জন পরীক্ষা দিয়েছিলেন, যার মধ্যে ৯৯,৫,৭৪ জন ছাত্র এবং ৪৩,১২০ জন ছাত্রী ছিলেন। এবারে আন্দামান থেকে ১২, দমনের ৬, জম্মুর ৩৮ জন শিক্ষার্থী যোগ দিয়েছিলেন। এছাড়া মিজোরাম থেকে বহু ছাত্রী ছাত্র যোগ দিয়েছিলেন। এর মধ্যে ১,১২,৯৬৩ পড়ুয়া সফল হন। এবারে ৩ পর্যায়ে কাউন্সিলিং হবে।মেধাতালিকায় বিশেষভাবে উল্লেখযোগ্য যে এক থেকে দশে নেই কোনও ছাত্রী।
রাজ্য জয়েন্টে প্রথম দশ স্থানাধিকারীদের একনজরে দেখে নেওয়া যাক –
প্রথম বাঁকুড়া জেলা স্কুলের কিংশুক পাত্র (WBHSC) |
দ্বিতীয় কল্যাণী এক্সপেরিমেন্টাল হাইস্কুলের শুভ্রদীপ পাল(WBHSC) |
তৃতীয় কল্যাণীর বিশপ ম্যারো স্কুলের বিবস্বান বিশ্বাস (ISCE)|
চতুর্থ দার্জিলিং পাবলিক স্কুলের ইরাদ্রি বসু খণ্ড (CBSE) |
পঞ্চম সাউথ পয়েন্টের ময়ূখ বিশ্বাস (CBSE) |
ষষ্ঠ ত্রিবেণী বিদ্যাপীঠের ঋতম বন্দ্যোপাধ্যায় (ISCE)|
সপ্তম ম্যাক উইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের অভীক দাস (WBHSC)|
অষ্টম দিল্লি পাবলিক স্কুলের অথর্ব সিংহানিয়া (CBSE) |
নবম স্কটিশচার্চ কলেজিয়েট স্কুলের শৌনক কর (WBHSC)|
দশম নরেন্দ্রপুর বিডি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের বিজিত মইষ(CBSE) |
Hindustan TV Bangla Bengali News Portal