Breaking News

‘জেতা আসন হারাবার জন্য প্ল্যানিং হয়েছে’,ভোটে হার নিয়ে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-ফের বিস্ফোরক বিজেপি নেতা দিলীপ ঘোষ | শুভেন্দু-সুকান্তকে কার্যত নিশানা দিলীপ ঘোষের। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে জেতা আসন থেকে সরিয়ে অন্য আসনে প্রার্থী করা হয়েছিল, কিন্তু সেই আসনে তিনি হেরে যান। ভোটের ফলাফল প্রকাশের পরপরই তিনি কোনও প্রতিক্রিয়া দেননি। তবে ফল প্রকাশের দু’দিন পরে দিলীপ ঘোষ ভোটের ফল নিয়ে তাঁর মতামত প্রকাশ করলেন। দেবশ্রী চৌধুরীর আসন বদল নিয়েও নিশানা দিলীপের।সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, “রাজনীতিতে সবই সম্ভব। তবে কী কারণে হয়েছে, কে, কী করেছে, সবই পর্যালোচনা করে বোঝা যাবে। রাজ্য নেতৃত্ব কেন্দ্র নেতৃত্বের সঙ্গে বসে আলোচনা করবে, এখন আমি এ বিষয়ে কিছু বলতে পারব না।” তাঁর এই মন্তব্য থেকে বোঝা যায় যে, তিনি এই হার নিয়ে দলের অভ্যন্তরীণ তদন্তের উপর নির্ভর করছেন।দিলীপ ঘোষের এই হারের পেছনে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে কিনা জানতে চাওয়া হলে তিনি সরাসরি কিছু না বললেও, তাঁর বক্তব্য থেকে ইঙ্গিত পাওয়া যায় যে, তিনি বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবছেন। এই পরিস্থিতিতে দিলীপ ঘোষ হঠাৎ করে অটল বিহারী বাজপেয়ীর একটি উক্তি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। উক্তিটি ছিল পুরনো কর্মীদের সম্বন্ধে, যেখানে বাজপেয়ী বলেছেন, “নতুনরা গেলে যাক, কিন্তু পুরনো একজন কর্মীও যেন দল থেকে না যায়।” এই পোস্ট নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, “এটা আমার বক্তব্য নয়, অটল বিহারী বাজপেয়ীর বক্তব্য। এখন দল এরকম সংকট অবস্থায় রয়েছে, সময় উপযোগী বলে মনে হচ্ছে তাই পোস্ট করেছি। সংকটকালে পুরনো জায়গায় ফিরতে হয়, তাই অটল বিহারী বাজপেয়ীর কথা মনে করিয়েছে। ওল্ড ইজ গোল্ড।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *