দেবরীনা মণ্ডল সাহা :- শনিবারও যাত্রীদের ভোগান্তি অব্যাহত। শিয়ালদা মেন লাইনে এবং বনগাঁ শাখায় চরম বিপাকে পড়তে হয়েছে রেল যাত্রীদের। শিয়ালদা স্টেশনে পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে। এর জেরে বনগাঁ শাখা এবং মেন লাইনে ট্রেন কম চলায় চরম দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীদের।শিয়ালদহ উত্তরের ১ নম্বর থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মে চলছে সংস্কারের কাজ। আর সেই কাজের জেরেই চলছে কম সংখ্যক ট্রেন। প্ল্যাটফর্মে শ’য়ে-শ’য়ে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন প্রচুর মানুষ। তবে নিত্যযাত্রীরা ব্যাহত পরিষেবার জন্য দুষেছেন রেল কর্তৃপক্ষকে। তবে সিপিআরও কৌশিক মিত্র জানিয়েছেন, যাত্রীদের সুবিধার জন্য চালানো হচ্ছে অতিরিক্ত মেট্রো। চলছে অতিরিক্ত সরকারি বাসও। রবিবার দুপুর ২টোর মধ্যে শেষ হয়ে যাবে সংস্কারের কাজ। আর তারপরই ধীরে-ধীরে স্বাভাবিক হয়ে যাবে পরিস্থিতি।চরম দুর্ভোগে পড়তে হয়েছে যাত্রীদের। অফিস যাত্রী এবং কলেজ পড়ুয়াদের ভোগান্তির কথা মাথায় রেখে বিশেষ পদক্ষেপ করা হয়েছে রাজ্য পরিবহণ দফতরের পক্ষ থেকে।রবিবার পর্যন্ত ডব্লিউবিটিসি বিশেষ শাটল পরিষেবা চালাতে আগ্রহী। ব্যারাকপুর স্টেশন থেকে তিনটি বাস চালানো হবে ডানলপ পর্যন্ত। এই বাসগুলি খড়দা, পানিহাটি, রথতলা হয়ে যাবে। দমদম সেন্ট্রাল জেল থেকে বাস যাবে বেলগাছিয়া মেট্রো পর্যন্ত। যেহেতু সংস্কার কাজ চলছে তাই শিয়ালদা স্টেশনের বদলে কোনওটি দমদম জংশন এবং কোনওটি দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত যাচ্ছে।শুক্রবারের মতোই শনিবারেও একই ছবি শিয়ালদহ স্টেশনে। বহু ট্রেন বাতিল থাকায় ভোগান্তির শিকার যাত্রীরা। শিয়ালদহ উত্তর এবং মেন শাখায় বহু ট্রেন দেরিতে আসছে। অনেক ট্রেন আসছেও না। ভিড়ের চাপে অনেকে সেই ট্রেনে উঠতেও পারছেন না। যার জেরে ভিড় বাড়ছে মেট্রো ও বাসে।