Breaking News

প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ!রেস্তোরাঁর মালিককে মারধর কাণ্ডে চাপে পড়ে ক্ষমা চাইলেন বিধায়ক অভিনেতা সোহম!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- রেস্তোরাঁতে শ্যুটিং করতে গিয়ে মালিকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। তাঁর বিরুদ্ধে রেস্তরাঁর মালিকের গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে। এই ঘণ্টার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই ক্ষমা চাইলেন সোহম চক্রবর্তী। জনপ্রতিনিধি হিসেবে মেজাজ হারানো তাঁর উচিত হয়নি বলে জানান তিনি। শুক্রবার রাতে নিউটাউনের একটি রেস্তরাঁতে শ্যুটিং করতে গিয়েছিলেন সোহম। সেখানে রেস্তোরাঁর মালিকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। মালিককে চড় মারার অভিযোগ উঠেছে অভিনেতার বিরুদ্ধে। এই নিয়ে একটি ভিডিয়ো ফুটেজও প্রকাশ্যে এসেছে।রেস্তোরাঁর মালিক আলম জানালেন পার্কিংকে নিয়ে সব ঝামেলার সূত্রপাত। তিনি সংবাদমাধ্যমকে জানালেন, ‘রেস্তোরাঁ আমার। দু তিন দিন আগে সোহম এখানে শ্যুট করবে বলে এসেছিল। ম্যানেজার আমাকে বললে, আমি অনুমতি দেই। কোনও পয়সা নেব না বলেও জানাই। সেদিন সকালে এসেছি। দেখলাম রেস্তোরাঁর সামনে ওদের গাড়ি ভর্তি। আমি বললাম, আমার একটা গেস্ট আসবে, তাঁর পার্কিংয়ের অন্তত ব্যবস্থা করে দেওয়া হোক। সোহমের যিনি নিরাপত্তারক্ষী তিনি বলেছেন, আমরা পুলিশ। কোনও গাড়ি সরবে না। আমি তাতে বলি, বাবু আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে। একটা গাড়ির জায়গা দিচ্ছি। তোমরা সরিয়ে নাও।’শনিবার দুপুরেই এই ঘটনার প্রেক্ষিতে ক্ষমা চান অভিনেতা। তিনি বলেন, ‘আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে খারাপ মন্তব্য করেছিলেন বলে আমার মাথাটা গরম হয়ে গিয়েছিল।পাশাপাশি আমার দেহরক্ষীকেও কটুক্তি করা হয়েছিল। এটা মানা যায় না। এই পরিস্থিতিতে মাথা ঠিক রাখা সম্ভব হয়নি। তবে একজন জনপ্রতিনিধি হিসেবে এই কাজ করা উচিত হয়নি। আমার ভুল হয়েছে।’তবে পুরো ঘটনাটির সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই বিষয়টি নিয়ে জলঘোলা শুরু হয়েছে৷ শনিবার দুপুরে ক্ষমা চেয়ে সোহম বলেন, বিষয়টা প্রশাসনের হাতে ছেড়ে দেওয়াই উচিত ছিল৷ আমি ক্ষমাপ্রার্থী কখনওই এটা উচিত হয়নি হয়তো একজন দায়িত্বশীল নাগরিক হওয়ার দরুন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *