দেবরীনা মণ্ডল সাহা :-স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন, স্রেফ এই সন্দেহে খুন করল স্বামী | ধারালো অস্ত্রের কোপে স্ত্রীক খুনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে। প্রতিবেশীদের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে স্বামীকে। তার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে অস্ত্রটি। তাকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয় ।অভিযুক্ত স্বামীর নাম বিপ্লব মণ্ডল। মৃত গৃহবধূর নাম বিমলা মণ্ডল। স্বামীর দাবি, তাঁর স্ত্রী প্রতিবেশীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। এরপর শুক্রবার সন্ধ্যে নাগাদ ওই মহিলা ফোনে কথা বলছিলেন। সেই সময়ই স্বামীর সঙ্গে তুমুল বচসায় জড়িয়ে পড়েন তিনি। অভিযোগ, তখনই স্বামী বিপ্লব বাড়িতে থাকা কাটারি দিয়ে কুপিয়ে খুন করেন স্ত্রীকে।চিৎকারে সেখানে উপস্থিত হন স্থানীয় প্রতিবেশীরা। তাঁরাই খবর দেন পুলিশে। সেই খবর পেয়ে অভিযুক্ত স্বামীকে উদ্ধার করে পুলিশ। ধৃতকে শনিবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। গৃহবধূর মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত স্বামী। বিপ্লব বলেন, “পাড়ার একটা ছেলের সঙ্গে ওর পরকীয়ার সম্পর্ক ছিল। কালকে ফোন করছিল ওই ছেলেটাকে। নোংরা-নোংরা কথা বলছিল। আমি সহ্য করতে পারিনি। দা দিয়ে কুপিয়ে মেরে ফেলেছি।”তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এ নিয়ে বিপ্লবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বিমলার পরিবারের সদস্যরা। অভিযোগ পেয়ে কুলতলি থানার পুলিশ বিপ্লবকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
Hindustan TV Bangla Bengali News Portal