প্রসেনজিৎ ধর, কলকাতা :- লোকসভা ভোটের প্রচারে এক মাসের অতিরিক্ত মহার্ঘ ভাতা (ডিএ) দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট মিটে যাওয়ার পর মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। মে মাসের পরিবর্তে এপ্রিল থেকে বর্ধিত হারে ডিএ পাবেন সরকারি কর্মীরা। জুলাই মাসে বেতনের সঙ্গে সেই ডিএ পাবেন তাঁরা। মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানিয়েছে রাজ্যের অর্থ দফতর।এই নির্দেশিকায় খুশি রাজ্য সরকারি কর্মীদের একটা অংশ। কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবিতে ধর্মতলায় মঞ্চ তৈরি করে মাসের পর মাস আন্দোলন করেছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। নবান্নে তাঁদের সঙ্গে আলোচনাও হয়েছে প্রশাসনের। তাঁদের সব দাবি পূরণ না হলেও ৪ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছরের ডিসেম্বরে একটি অনুষ্ঠানে গিয়ে মমতা ঘোষণা করেছিলেন, ২০২৪-এর জানুয়ারি থেকেই সরকারি কর্মীরা বর্ধিত ডিএ পাবেন। পরে ভোট প্রচারের মাঝে মমতা জানিয়েছিলেন, মে থেকে নয় ওই মহার্ঘভাতা দেওয়া হবে এপ্রিল থেকে। ভোট মিটতে সেই সিদ্ধান্তই কার্যকর হল।লোকসভা ভোটের আগে বিধানসভায় রাজ্য বাজেটে সুখবর শোনান অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ফলে চলতি বছর রাজ্যে মোট ৮ শতাংশ ডিএ বৃদ্ধি পায়। কথা ছিল, ২০২৩-২০২৪ অর্থবর্ষের শুরু থেকেই নয়া হারে মহার্ঘভাতা পাবেন রাজ্য সরকারি কর্মীরা। নতুন হারে ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্রীয় হারে ডিএ-র সঙ্গে ফারাকও কমে দাঁড়াল ৩২ শতাংশ। ১ মে থেকে নয়া হারে ডিএ কার্যকর হওয়ার কথা ছিল। কথা মতো তা কার্যকরও হয়েছে। এর মাঝেই নয়া ঘোষণা। মে নয়, বর্ধিত হারে ডিএ ১ এপ্রিল থেকেই কার্যকর হয়েছে। স্বাভাবিকভাবেই জামাইষষ্ঠীর আগেই এই খবরে উচ্ছ্বসিত কর্মীরা।