দেবরীনা মণ্ডল সাহা :- নিট ২০২৪ পরীক্ষার ইতিহাসে এই প্রথম ৬৭ জন পরীক্ষার্থীর ফুল মার্কস পাওয়া নিয়ে সুপ্রিম কোর্ট জবাব চাইল। মঙ্গলবার কেন্দ্র এবং পরীক্ষক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে এই মর্মে জবাবদিহি তলব করেছে শীর্ষ আদালত। পরীক্ষার্থী ও অভিভাবকদের একাংশের অভিযোগ, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। তা না হলে এরকম ফল হতে পারে না।
সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং আশানুদ্দিন আমানুল্লার বেঞ্চ বলেছে, এই পরীক্ষায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। আমরা এর উত্তর চাই। যদিও পরীক্ষায় পাশ করা পরীক্ষার্থীদের কাউন্সেলিংয়ের উপর স্থগিতাদেশ জারি করার আবেদন গ্রহণ করেনি বেঞ্চ। অর্থাৎ নির্দিষ্ট সময়েই শুরু হচ্ছে কাউন্সেলিং প্রক্রিয়া।সর্বভারতীয় মেডিক্যাল পরীক্ষার প্রবেশিকা নিয়ে তীব্র বিতর্ক দানা বাঁধে। তারই কাউন্সেলিংয়ে কোনও স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। দিল্লি হাইকোর্ট ও কলকাতা হাইকোর্টে আগেই পিটিশন দাখিল হয়। অভিযোগ উঠেছিল, পাটনা-সহ একাধিক রাজ্যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। পাশাপাশি বেশ কিছু জায়গায় ভুল প্রশ্ন রয়েছে, যার খেসারত ছাত্র ছাত্রীদের দিতে হয়েছে বলেও অভিযোগ উঠেছিল। তার ভিত্তিতেই নিট ২০২৪-এর পরীক্ষা বাতিলের আর্জি জানানো হয়েছিল। তবে এদিন আদালত জানিয়েছে, এখনই তারা বাতিলের আর্জির উপর কোনও স্থগিতাদেশ দেবে না। পরবর্তী শুনানি হবে ৮ জুলাই। তার আগে ন্যাশনাল টেস্টিং এজেন্সি রিপোর্ট দেবে। তারা জানাবে, কী ঘটনা ঘটেছে।প্রসঙ্গত, ছাত্রছাত্রীদের একাংশ একটি নতুন আবেদন করে আদালতে। গত ৫ মে নেওয়া নিট পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তাদের দাবি, প্রশ্নপত্র ফাঁস হয়েছে। তাই পাশ করা পরীক্ষার্থীদের কাউন্সেলিং অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিক আদালত।